Subhashree Ganguly

না থাকবেন হালিশহরে, না রং খেলবেন শুভশ্রীর সঙ্গে! কার সঙ্গে, কোথায় দোল কাটাবেন রাজ?

পরিচালকের দোল মানেই স্ত্রী, দুই সন্তান, পরিবারের বাকি সদস্যদের নিয়ে দোল খেলা। এ বছর নাকি সে সব কিছুই হবে না!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৪:৩৮
Share:

কেন রাজ চক্রবর্তী সপরিবার দোল খেলবেন না? ছবি: ফেসবুক।

চক্রবর্তী পরিবারের উদ্‌যাপন মানেই হালিশহরের বাড়ি জমজমাট। দোলের সময় তো বটেই, বিয়ের পর থেকে এখানেই রঙের উৎসবে মেতে ওঠেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, একটু বড় হয়ে ইউভানও। আর থাকেন রাজের পরিবারের বাকি সদস্যেরা, শুভশ্রীর মা-বাবা ও দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। এ বছর উদ্‌যাপনের তালিকায় নতুন সংযোজন, রাজ-শুভশ্রীর একরত্তি কন্যা ইয়ালিনি। সব মিলিয়ে তাই রঙের উৎসবের জন্য জোরদার পরিকল্পনা।

Advertisement

কিন্তু আদতে কি পরিকল্পনা অনুযায়ী সবটা হচ্ছে? খবর, রাজ এ বছর সপরিবার হালিশহরে যাচ্ছেন না! তা হলে কি অন্য কোথাও দোল খেলবে চক্রবর্তী পরিবার?

রাজ আর ইউভান চক্রবর্তী। ছবি: ফেসবুক।

আনন্দবাজার ডট কমকে রাজ জানিয়েছেন, এ বছর তাঁর পরিকল্পনা ভিন্ন। বৃহস্পতিবার ছেলে ইউভানকে নিয়ে উড়ে যাচ্ছেন উত্তরবঙ্গে। দোলের সময় সেখানেই বাবা-ছেলে থাকবেন! তাঁর কথায়, “ইউভান আগের তুলনায় বড় হয়েছে। ওকে এ বার জঙ্গল, প্রকৃতি চেনাতে হবে। তাই আমরা উত্তরবঙ্গে থাকব। খুব কাছ থেকে জঙ্গল, পশু-পাখি চেনাব।” এই কারণেই আগামী তিন দিন অর্থাৎ, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শুধুই ছেলের সঙ্গে সময় কাটাবেন রাজ। আরও জানিয়েছেন, ইয়ালিনি এখনও খুব ছোট। তাই ওকে নিয়ে যেতে পারলেন না। না হলে বাবা-ছেলের এই অভিযানে সে-ও সঙ্গী হত। প্রসঙ্গত, ইউভানকে সদ্য মার্শাল আর্ট প্রশিক্ষণে ভর্তি করেছেন বিধায়ক-পরিচালক।

Advertisement

এই মুহূর্তে শুভশ্রী ব্যস্ত জ়ি বাংলার নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিং নিয়ে। এর পরে তাঁর পরবর্তী ছবির শুটিং শুরু হবে। শুটিংয়ের ঠাসা কর্মসূচির কারণেই কি তিনি এই অভিযানে নেই?

জবাবে রাজের দাবি, “শুভ চাইলে ছুটি নিয়ে যোগ দিতেই পারত। আমিই ছেলের সঙ্গে অনেকটা সময় কাটাতে চেয়েছি। একটু অন্য রকম দোল কাটাব বলে। তাই এ বছর উদ্‌যাপনে বিরতি। থাকছে না শুভও। এ বছর শুধুই আমি, ছেলে আর উত্তরবঙ্গের অরণ্য।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement