Entertainment News

নভ্যার নতুন বয়ফ্রেন্ড? সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল!

তিনি পপুলার স্টার কিড। তাঁর পড়াশোনা অথবা প্রেম সবই উঠে আসে পেজ-থ্রি-র চর্চায়। হালফিলে তাঁর ইনস্টাগ্রামের একটি ছবি নিয়ে ফের শুরু হয়েছে জোর আলোচনা। তিনি অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ১৪:১৫
Share:

তিনি পপুলার স্টার কিড। তাঁর পড়াশোনা অথবা প্রেম সবই উঠে আসে পেজ-থ্রি-র চর্চায়। হালফিলে তাঁর ইনস্টাগ্রামের একটি ছবি নিয়ে ফের শুরু হয়েছে জোর আলোচনা। তিনি অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা।

Advertisement

কিন্তু কী এমন ছবি পোস্ট করলেন নভ্যা? যা নিয়ে এত আলোচনা? চার দিন আগে নভ্যা একটি ছবি পোস্ট করেছেন যেখানে সঙ্গে রয়েছেন তাঁর এক বন্ধু।

প্রশ্নটা এখানেই। যিনি রয়েছেন নভ্যার সঙ্গে তিনি কি নভ্যার বন্ধু? নাকি বিশেষ বন্ধু?

Advertisement

আসলে নভ্যার সেই ‘বন্ধু’ যে মুডে পোজ দিয়েছেন, তারই অন্য মানে করছেন সোশ্যাল দর্শকদের একটা বড় অংশ।

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে নভ্যার সম্পর্কের সমীকরণ নিয়ে ইতিমধ্যেই প্রচুর জল্পনা হয়েছে বলিউডে। বার বার চর্চায় উঠে এসেছে এই স্টার-কিডদের প্রেমের গসিপ। কিন্তু এ বার কি কোনও নতুন খবর দেবেন নভ্যা? যদিও এ নিয়ে এখনও মুখে কুলুপ শ্বেতা-কন্যার।

এই ছবিটি পোস্ট করেছেন নভ্যা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement