Entertainment News

সলমনের জীবনে য়ুলিয়া মিসিং?

সত্যিই বিচ্ছেদ হল তা হলে? কথা হচ্ছে সলমন খান এবং য়ুলিয়া ভানটুরের সম্পর্ক নিয়ে। য়ুলিয়াকে তো সলমনের ধারে কাছেও দেখা যাচ্ছে না বেশ কয়েক দিন ধরে। গোয়ায় দিওয়ালিতে খান পরিবারের ফ্যামিলি সেলিব্রেশনেও মিসিং ছিলেন রোমানিয়ান মডেল। শোনা যাচ্ছে তিনি নাকি এ দেশেই নেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ১১:৫২
Share:

সত্যিই বিচ্ছেদ হল তা হলে?

Advertisement

কথা হচ্ছে সলমন খান এবং য়ুলিয়া ভানটুরের সম্পর্ক নিয়ে। য়ুলিয়াকে তো সলমনের ধারে কাছেও দেখা যাচ্ছে না বেশ কয়েক দিন ধরে। গোয়ায় দিওয়ালিতে খান পরিবারের ফ্যামিলি সেলিব্রেশনেও মিসিং ছিলেন রোমানিয়ান মডেল। শোনা যাচ্ছে তিনি নাকি এ দেশেই নেই। ভিসার সমস্যায় ফিরে যেতে হয়েছে তাঁকে। যদিও বলি মহলের একাংশ বলছে, খুব তাড়াতাড়িই সল্লু মিঞার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরবেন তিনি। আবার কারও মতে, ভাইজান লাগাতার ইগনোর করায় ক্ষুব্ধ য়ুলিয়া এ সম্পর্ক আর রাখতেই রাজি নন। তাঁকে দেওয়া আজ পর্যন্ত কোনও কমিটমেন্টই নাকি রাখেননি সলমন।

আসল সত্যিটা কী, তা জানেন স্বয়ং য়ুলিয়া-সলমন। তবে য়ুলিয়ার বিভিন্ন টুইট দেখে বি-টাউন ভাঙনেরই ইঙ্গিত পাচ্ছে। সম্প্রতি য়ুলিয়া টুইট করেছেন, ‘ভগবান সকলকে দুটো চোখ, কান, হাত, পা দিয়েছেন। আমাদের শুধুই হৃদয় মেলাতে হবে। ভালবাসা সেলিব্রেট করাই ভাল। এটাই আমাদের পাওয়া সবচেয়ে বড় উপহার।’

Advertisement

আরও পড়ুন, প্রত্যুষাকে দেহব্যবসায় নামতে বাধ্য করেছিলেন প্রেমিক রাহুল রাজ সিংহ?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement