মৃত স্বামীর নাম এসেছে, অথচ জীবিত স্ত্রীর নাম আসেনি। কারও জীবিত ভাইয়ের নামের পাশে লেখা মৃত, কারও আবার ফর্ম আসেনি। শুনানির আগে নানা অভিযোগ জমা পড়ছে বিএলও-দের কাছে। নির্বাচন কমিশনের নির্দেশ, শুনানি পর্বে কেন্দ্রীয় সরকারি আধিকারিকেরা থাকবেন মাইক্রো অবজ়ার্ভার হিসাবে। আপাতত, জীবিত-মৃত গেরো পেরোতে শুনানির দিকেই তাকিয়ে আছেন অনেকে।