Entertainment News

তামিল ‘বিগ বস’ হোস্ট করবেন কমল?

বাংলায় হোক বা হিন্দিতে, গত কয়েকটি সিজনে দুই মাধ্যমেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে রিয়ালিটি শো ‘বিগ বস’। এ বার তার তামিল ভার্সনে হোস্টের চেয়ারে দেখা মিলবে এক বিখ্যাত তারকার। যিনি এর আগে এই ধরনের শো কখনও হোস্ট করেননি। তিনি কে জানেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ১৭:২৫
Share:

বাংলায় হোক বা হিন্দিতে, গত কয়েকটি সিজনে দুই মাধ্যমেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে রিয়ালিটি শো ‘বিগ বস’। এ বার তার তামিল ভার্সনে হোস্টের চেয়ারে দেখা মিলবে এক বিখ্যাত তারকার। যিনি এর আগে এই ধরনের শো কখনও হোস্ট করেননি। তিনি কে জানেন? ‘বিগ বস’-এর তামিল ভার্সনে হোস্ট করবেন কমল হাসান।

Advertisement

আরও পড়ুন, ৩২৪ বছরেও বেঁচে রয়েছেন এই বৃদ্ধ!

একটি নিউজ ওয়েবসাইটে কমল এ কথা জানিয়েছেন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম সেই ওয়েবসাইটকে উদ্ধৃত করে জানিয়েছে, কমল তামিল বিগ বস করছেন। অভিনেতা জানিয়েছেন, এক জন এন্টারটেনার হিসেবে অনেক ধরনের চরিত্রেই তিনি অভিনয় করেছেন। কিন্তু কখনও টেলিভিশন শো হোস্ট করেননি। এ বার সেটাই করতে চান কমল।

Advertisement

‘বিগ বস’ হিন্দির হোস্ট হিসেবে এখনও পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় হয়েছেন সলমন খান। সে প্রসঙ্গে কমল জানিয়েছেন, ‘বিগ বস’-এ প্রতিযোগীদের সঙ্গে যে ভাবে সলমন যোগাযোগ রাখতেন তা তাঁর পছন্দের। তিনিও প্রতিযোগীদের সঙ্গে ওই বন্ডিংটা গড়ে তোলার চেষ্টা করবেন। মেন্টর নন, একজন বন্ধুর মতো তাঁদের সঙ্গে ব্যবহার করবেন বলে জানিয়েছেন কমল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement