Tanya Mittal

সত্যিই কি তান্যার চারপাশে ১৫০ দেহরক্ষী থাকেন? সত্য প্রকাশ্যে আনলেন তিনি নিজেই

ক্রমশ নিজের জীবনযাপন মানুষের কাছে তুলে ধরছেন তিনি। সত্যিই কি তাঁর আশপাশে ১৫০ দেহরক্ষী ঘিরে থাকেন? এ বার জানালেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ২০:৩৩
Share:

তান্যার সঙ্গে সত্যিই ১৫০ দেহরক্ষী থাকেন? ছবি: সংগৃহীত।

নিজেকে আধ্যাত্মিক নেটপ্রভাবী বলে দাবি করতেন। সেই সঙ্গে জানিয়েছিলেন, তাঁর চারপাশে নাকি সব সময় ঘুরে বেড়ান ১৫০ দেহরক্ষী। এমনকি, এক বিশেষ ধরনের মিষ্টি খেতে নাকি প্রায়ই দুবাই উড়ে যান তিনি। তান্যা মিত্তলের এমন দাবি শুনে অবাক হয়েছিলেন দর্শক। ক্রমশ নিজের জীবনযাপন মানুষের কাছে তুলে ধরছেন তিনি। সত্যিই কি তাঁর আশপাশে ১৫০ দেহরক্ষী ঘিরে থাকেন? এ বার জানালেন তিনি।

Advertisement

সম্প্রতি নিজের ওষুধের কারখানা ঘুরে দেখিয়েছেন তান্যা। সাক্ষাৎকারে দেহরক্ষী প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি কখনও এমন কিছু বলিনি, একটা ভিডিয়োও আপনি দেখাতে পারবেন না, যেখানে তান্যা মিত্তল ১৫০ দেহরক্ষীর কথা বলছেন। এগুলো মনগড়া। আমি কোথাও বলিনি, আমার ১৫০ জন দেহরক্ষী রয়েছেন।”

‘বিগ বস্‌’-এর ধরে একটি সাধারণ কথোপকথন থেকে এই জল্পনা তৈরি হয়েছিল বলে মত তান্যার। তিনি বলেন, “জ়িশান মজা করছিল। আমি তখন বলেছিলাম, আমার সংস্থায় ১৫০ জন কর্মী রয়েছেন। সেটাই জ়িশান দেহরক্ষীতে বদলে দিয়েছিলেন এবং সেটাই ছড়াতে থাকে।” তবে নিজের ব্যক্তিগত দেহরক্ষী নিয়েই চলাফেরা করেন তান্যা, সে কথা স্বীকার করেছেন তিনি। কিন্তু ঠিক কত জন দেহরক্ষী, তা তিনি বলেননি।

Advertisement

তান্যা আধ্যাত্মিক বিষয়ের নেটপ্রভাবী হিসাবে পরিচিত। তা ছাড়া পোশাক প্রসাধনী নিয়েও তিনি কনটেন্ট তৈরি করেন। নিজের ব্যবসাও রয়েছে তাঁর। ‘বিগ বস্‌’ থেকে বেরিয়ে তিনি অভিনয়েরও সুযোগ পাচ্ছেন। জানা যাচ্ছে, তান্যার মাসিক আয় ৬ লক্ষ টাকা। এখনও পর্যন্ত তান্যা মিত্তল ২ কোটি টাকার মালকিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement