Spirit film

প্রভাস ও তৃপ্তির পারিশ্রমিকে আকাশ-পাতাল ফারাক! সন্দীপ রেড্ডীর ছবিতে কত টাকা পেলেন তাঁরা?

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। তিনি নাকি আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। বিনোদনজগতে অন্যতম ‘সর্বোচ্চ পারিশ্রমিক’ পাওয়া অভিনেতা প্রভাস। সেই তুলনায় অনেকটা কম পারিশ্রমিক পাচ্ছেন তৃপ্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৮:২৬
Share:

প্রভাস ও তৃপ্তি কত পারিশ্রমিক নিলেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘স্পিরিট’ নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। বছরের শুরুতেই সেই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ঝলকে দেখা যাচ্ছে প্রভাস ও তৃপ্তি ডিমরিকে। নায়িকার চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। তিনি শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না। ২০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। এই শর্তে রাজি হননি সন্দীপ রেড্ডী বাঙ্গা। ফলস্বরূপ বাদ পড়েন দীপিকা। তাঁর বদলে এসেছেন তৃপ্তি ডিমরি। নায়িকার চরিত্রে কত পারিশ্রমিক পেয়েছেন তিনি? তাঁর চেয়ে নাকি অনেক বেশি পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন প্রভাস।

Advertisement

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। তিনি নাকি আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। বিনোদনজগতে অন্যতম ‘সর্বোচ্চ পারিশ্রমিক’ পাওয়া অভিনেতা প্রভাস। শোনা যাচ্ছে, মোট ১৬০ কোটি টাকা নিচ্ছেন তিনি। সাধারণত প্রতি ছবির জন্য ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। তবে ২০২৩ সালে ‘আদিপুরুষ’ ছবির জন্য তিনি ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।

প্রভাস ১৬০ কোটি টাকা পারিশ্রমিক নিলেও, সেই তুলনায় অনেকটাই কম টাকা পেয়েছেন তৃপ্তি। শোনা যাচ্ছে, নায়িকার চরিত্রে অভিনয় করে তিনি পেয়েছেন ৪ থেকে ৬ কোটি টাকার মাঝামাঝি। সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’-এও অভিনয় করেছিলেন তৃপ্তি। সেই ছবিতে ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। সেই জায়গা থেকে পারিশ্রমিক বেড়েছে অভিনেত্রীর।

Advertisement

প্রভাস ও তৃপ্তি অভিনীত এই ছবি ২০২৬ সালের মে মাসে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। ছবির প্রথম ঝলক দেখে অনেকেরই ‘অ্যানিম্যাল’-এর কথা মনে প়ড়ে যাচ্ছে। এই ছবিতেও ‘উগ্র পৌরুষ’-এর ছায়া দেখতে পাচ্ছেন নেটাগরিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement