বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ‘ধুরন্ধর’! ছবি: সংগৃহীত।
বছরের শুরুতেই বড় ধাক্কা খেল আদিত্য ধরের ‘ধুরন্ধর’। ডিসেম্বর মাস জুড়ে বক্সঅফিসে ঝড় তুলেছিল এই ছবি। পাশাপাশি নানা বিতর্কেও জড়িয়েছে রণবীর সিংহ অভিনীত ছবিটি। কিন্তু নতুন বছরের প্রথম দিন পক্ষে গেল না ‘ধুরন্ধর’-এর।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে ছবিতে কয়েকটি বিষয় পরিবর্তন করার নির্দেশ এসেছে। সেই নির্দেশ পালন করতে হচ্ছে ‘ধুরন্ধর’-কে। ছবিতে ‘বালোচ’ শব্দটি একাধিকবার ব্যবহার করা হয়েছে। অক্ষয় খন্না অভিনীত চরিত্রের নাম রেহমান বালোচ। এই ‘বালোচ’ শব্দকেই সরিয়ে দিতে হবে ছবি থেকে, এমনই নির্দেশ এসেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের থেকে। যদিও নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই কেবল এই শব্দ সরিয়ে ফেলা হবে কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।
আরও বেশ কিছু বদল আনা হবে বলেও জানিয়েছেন এক সূত্র। তবে সেই বদলগুলি কী কী, তা তিনি প্রকাশ করেননি।
জিয়ো স্টুডিয়ো এই ছবির প্রযোজনা করেছে। আবার এই একই প্রযোজনা সংস্থা ‘ইক্কিস’ ছবির বণ্টন করছে। তাই এই মুহূর্তে কমানো হচ্ছে ‘ধুরন্ধর’-এর প্রেক্ষাগৃহ সংখ্যা। তার বদলে বাড়িয়ে দেওয়া হচ্ছে ‘ইক্কিস’-এর প্রেক্ষাগৃহ সংখ্যা। গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর’। এক মাসের মধ্যে এই ছবি ৭২২.৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। তাই ৫০ শতাংশ প্রেক্ষাগৃহ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ জানুয়ারি থেকেই এই বদলগুলির মুখোমুখি হয়েছে এই ছবি। তবে অনুরাগীদের অনুমান, এর ফলে ছবির বক্সঅফিস সংগ্রহে কোনও প্রভাব পড়বে না।