Shah Rukh Khan

‘দেশদ্রোহিতা আর চলবে না’, বাংলাদেশের ক্রিকেটারকে কেনায় শাহরুখকে কটাক্ষ বিজেপি নেতার

ধর্মনিরপেক্ষতা ও মানবিকতার সমর্থনে প্রায়ই নানা বার্তা দিয়েছেন শাহরুখ। তার জন্য সমালোচনার শিকারও হয়েছেন। এ বার বাংলাদেশি ক্রিকেটারকে ৯ কোটি টাকা দিয়ে কিনে তিনি রোষানলে!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ২১:০০
Share:

শাহরুখকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ বিজেপি নেতার ছবি: সংগৃহীত।

বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে কিনেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তার পরেই বলিউডের বাদশাকে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। এমনকি, শাহরুখকে ‘গদ্দর’ বলেও তোপ দেগেছেন তিনি।

Advertisement

ধর্মনিরপেক্ষতা ও মানবিকতার সমর্থনে প্রায়ই নানা বার্তা দিয়েছেন শাহরুখ। তার জন্য সমালোচনার শিকারও হয়েছেন। আর এ বার বাংলাদেশি ক্রিকেটারকে ৯ কোটি টাকা দিয়ে কিনে তিনি রোষানলে। বর্তমানে বাংলাদেশের অবস্থা উত্তপ্ত। দীপু দাসের হত্যা নিয়েও চাপানউতোর চলছে প্রতিবেশী দেশে। এই পরিস্থিতিতে আইপিএল-এর জন্য কেকেআর-এ সেই দেশের ক্রিকেটারকে নেওয়ায় রোষের মুখে পড়েছেন তিনি।

বিজেপি নেতা সোমের বক্তব্য, “রহমানের মতো খেলোয়াড় যদি ভারতে খেলতে আসেন, তা হলে বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না। আমি প্রতিজ্ঞা করে বলছি। এই কথাটা শাহরুখ খানের মতো গদ্দারদের বুঝে নেওয়া উচিত। উনি দেশদ্রোহিতা করছেন। অথচ, এই দেশের মানুষের জন্যই আজ উনি ওই জায়গায় পৌঁছেছেন।”

Advertisement

পাকিস্তানের প্রসঙ্গও টেনে আনেন বিজেপি নেতা। বলিউডের বাদশার উদ্দেশে তাঁর তির্যক মন্তব্য, “আপনি এই দেশ থেকে অর্থ উপার্জন করেন। আর ওই অর্থ দিয়ে আপনি দেশদ্রোহিতা করেন। কখনও পাকিস্তানকে চাঁদা দেওয়ার কথা বলেন। কখনও আবার রহমানের মতো খেলোয়াড়দের কেনার কথা বলছেন। এই দেশে এ সব আর চলবে না। এই দেশে দেশদ্রোহীদের কোনও জায়গা নেই।”

সোমের আগে এক আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও একই প্রসঙ্গে শাহরুখকে আক্রমণ করেছেন। তবে এই প্রসঙ্গে শাহরুখ বা তাঁর সহযোগী দলের থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement