Upcoming OTT releases

মুক্তি পেল ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অন্তিম পর্ব! জানুয়ারির শুরুতেই আর কী কী চমক রয়েছে ওটিটি-তে?

২০২৬ সালেও ওটিটিতে থাকছে নানা সিরিজ় ও ছবির রমরমা। জানুয়ারি মাসের প্রথম দিকেই কী কী দেখবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১১:০২
Share:

বছরের শুরুতেই ওটিটি-তে চমক! ছবি: সংগৃহীত।

এক নতুন অধ্যায়ের শুরু। ২০২৫ জুড়ে ওটিটি-তে ছিল নানা চমক। সেই একই ধারা বজায় থাকছে বছরের প্রথম দিন থেকেই। ২০২৬ সালেও ওটিটিতে থাকছে নানা সিরিজ় ও ছবির রমরমা। জানুয়ারি মাসের প্রথম দিকেই কী কী দেখবেন?

Advertisement

১) স্ট্রেঞ্জার থিংস (সিজ়ন ৫-ফাইনাল এপিসোড): ১ জানুয়ারি ভোরবেলা ভারতে মুক্তি পেয়েছে এই এপিসোড। এটিই এই সিরিজ়ের শেষ পর্ব। এই পর্বেই সব রহস্যের সমাধান হবে। সত্যিই কি সব ঘটনার পিছনে দায়ী ভেকনা? হকিন্স-সহ সমগ্র পৃথিবীকে কি রক্ষা করতে পারবে এল, মাইক, উইল, ডাস্টিন, লুকাসরা? নিজের বাড়িতে কি ফিরে আসতে পারবে হলি উইলার? সব প্রশ্নের উত্তর পেতে নেটফ্লিক্সের এই সিরিজ়ের জন্য মুখিয়ে ছিলেন দর্শক। এই পর্বে রয়েছে সেই সব উত্তর।

২) হক: সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ২ জানুয়ারি। ১৯৮৫ সালে মহম্মদ আহমেদ খান ও শাহ বানোর এই মামলা আলোচনায় উঠে এসেছিল। নিজের তুতো বোনকে বিয়ে করার পরে নিজের স্ত্রী শাহ বানো বেগমকে ছেড়ে দিয়েছিলেন আহমেদ খান। এমনকি, স্ত্রীর দেখভালও বন্ধ করে দিয়েছিলেন। তার পরে শুরু হয় মহিলার লড়াই। এই ঘটনা নিয়ে তৈরি ইমরান হাশমী ও ইয়ামি গৌতম অভিনীত এই ছবি। বড়পর্দার পরে ছবিটি ওটিটিতে মুক্তি পাচ্ছে।

Advertisement

৩) রান্নাবাটি: প্রতীম ডি গুপ্তের এই ছবি প্রথমে বড়পর্দায় মুক্তি পেয়েছিল। একাকী বাবা ও তাঁর কন্যার গল্প উঠে আসে এই ছবিতে। এই ছবিটি হইচই-য়ে মুক্তি পাচ্ছে ১ জানুয়ারি। ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, শোলাঙ্কি রায়, ইদা দাশগুপ্ত।

৪) ফলো মাই ভয়েস: ক্লারা নামে এক কিশোরীর গল্প উঠে এসেছে এই ছবিতে। মানসিক বিপর্যয়ের পরে কী ভাবে ৭৬ দিন সে কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটায়, তা দেখা যাবে এই স্প্যানিশ ড্রামায়। ২ জানুয়ারি অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাচ্ছে এই ছবি।

৫) ল্যান্ড অফ সিন: সুইডেনের খামারবাড়ি থেকে এক কিশোরের দেহ উদ্ধার হয়। সেই খুনের তদন্ত নিয়েই বোনা হয়েছে এই ওয়েব সিরিজ়ের গল্প। পরতে পরতে রয়েছে রহস্য ও রোমাঞ্চ। নেটফ্লিক্সে এই সিরিজ় মুক্তি পাচ্ছে ২ জানুয়ারি।

৬) মাই কোরিয়ান বয়ফ্রেন্ড: পাঁচজন ব্রাজ়িলিয়ান মহিলার সঙ্গে দক্ষিণ কোরিয়ার পুরুষদের প্রেমের গল্প রয়েছে এই সিরিজ়ে। প্রেমের জন্য মহিলারা সিওলে চলে আসেন এবং ২২ দিন থাকেন সঙ্গীদের সঙ্গে। ক্রমশ বাস্তবে এই রসায়ন কেমন, সেই উপলব্ধি হয় তাঁদের। নেটফ্লিক্সে এই সিরিজ় মুক্তি পাচ্ছে ১ জানুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement