বয়স বাড়ছে কর্ণ জোহরের? ছবি: ইনস্টাগ্রাম।
একা বসে খেতে কষ্ট হয় তাঁর। ইদানীং নাকি খাবার টেবিলে মাঝেমধ্যে বসেনই না! জাতীয় সম্মান নিতে গিয়েও একই অবস্থা। পরিবারের পক্ষ থেকে তাঁকে আনন্দে জড়িয়ে ধরার মতো কেউ সেখানে নেই!
‘সারোগেসি’র মাধ্যমে দুই সন্তান যশ আর রুহির পিতা তিনি। তবু কর্ণ জোহরের একাকিত্ব ঘুচল কই?
জাতীয় পুরস্কার নিয়ে ফেরার পর থেকেই এ বিষয়ে প্রযোজক-পরিচালক মুখর। অবশ্যই পুরস্কারমঞ্চের নীচে তাঁর জন্য অপেক্ষা করছিলেন সতীর্থরা। কিন্তু তাঁদের জড়িয়ে ধরা, আর ভীষণ আপন কারও কাছে টেনে নেওয়া কি এক বিষয়! সেই অভাবটাই কি এ বার একটু একটু করে বুঝতে পারছেন কর্ণ?
সম্ভবত সেই অনুভূতিই তাঁকে একাকিত্ব নিয়ে মুখ খুলতে বাধ্য করেছে। প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জ়ার কাছে কর্ণ স্বীকার করেছেন, “ইদানীং বড্ড একা লাগে। সকলের জন্য কেউ না কেউ থাকেন। আমার জন্য ঈশ্বর কাউকে বানাননি! একা খাবার টেবিলে বসে খেতেও তাই কষ্ট হয়।”
এই কথা জেনে বলিউডের অন্দরে প্রশ্ন, এই কারণেই কি হঠাৎ করে এত রোগা হয়ে গিয়েছেন প্রযোজক-পরিচালক?
সানিয়ার সঙ্গে কথা প্রসঙ্গে এও জানিয়েছেন কর্ণ, বিবাহিত বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে ‘একাকিত্ব’-এর যন্ত্রণা নাকি তাঁকে আরও বেশি করে ঘিরে ধরছে। তিনি দেখছেন, তাঁর প্রিয় বন্ধুরা সঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। কেবল তিনিই যেন একা!