Is Samantha Ruth Prabhu In Love?

পরস্পরের কোমর জড়িয়ে রাজ-সমান্থা! ‘সাহসী হয়ে উঠছি’ বার্তা কি যুগলের গোপন প্রেমে সিলমোহর?

এ দিক-সে দিক প্রায়ই তাঁদের দেখা যায়। কোমর জড়িয়ে চিত্র সাংবাদিকদের সামনে বিশেষ ভঙ্গিতে দাঁড়াতেই যে নতুন গুঞ্জন শুরু!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১০:৩৯
Share:

আলিঙ্গনে সমান্থা রুথ প্রভু, রাজ নিদিমরু। ছবি: ইনস্টাগ্রাম।

পরিচালক রাজ নিদিমরু, অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। এ দিক-সে দিক প্রায়ই তাঁদের দেখা যায়। কিন্তু কোমর জড়িয়ে চিত্র সাংবাদিকদের সামনে বিশেষ ভঙ্গিতে দাঁড়াতেই যে নতুন গুঞ্জন শুরু! খবর, সমান্থা নাকি ইতিমধ্যে সমাজমাধ্যমে বার্তাও দিয়েছেন।

Advertisement

কী সেই বার্তা? অভিনেত্রী নাকি জানিয়েছেন, তিনি কিছু সাহসী পদক্ষেপ করতে চলেছেন। তার মধ্যে অন্যতম তাঁর অভিনয়জীবন। বাকি সাহসী পদক্ষেপ কী? সমান্থা খোলসা করেননি। কিন্তু তাঁর অনুরাগীরা যে দু’য়ে দু’য়ে চার করে ফেলেছেন। তাঁদের ভাবনায়, ‘ফ্যামিলি ম্যান’ পরিচালকের সঙ্গে তাঁদের প্রিয় অভিনেত্রী ‘ফ্যামিলি’ গড়ার সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছেন! তারই ইঙ্গিত তাঁর বার্তায় এবং ঘনিষ্ঠ ‘পোজ়’-এ।

এ দিকে রাজ-সমান্থার মুখোমুখি হওয়ার কারণও প্রকাশ্যে। খবর, পারিবারিক একটি অনুষ্ঠানে, প্রিয়জন, পরিজন, বন্ধু— সকলেই উপস্থিত ছিলেন। সেখানে তাঁরাও এক হয়েছিলেন। এ রকম ঘরোয়া অনুষ্ঠানে চর্চিত যুগলের উপস্থিতি স্বাভাবিক ভাবেই নতুন গুঞ্জনের কারণ। পারিবারিক অনুষ্ঠানে জোটে যোগদান মানেই যেন পারিবারিক স্বীকৃতি— এমনও মনে করছেন অনেকে!

Advertisement

সমান্থা-রাজকে নিয়ে গুঞ্জন যদিও আজকের নয়। ২০২৩ থেকে তাঁরা চর্চায়। দু’জনে ইতিমধ্যেই ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করেছেন। সেটে তাঁদের ঘন ঘন একসঙ্গে উপস্থিতিও দৃষ্টি আকর্ষণ করেছে ভক্তদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement