সেই মমতা কুলকার্নি এখন ড্রাগ কুইন!

স্বামী ভিকি গোস্বামীর সঙ্গে মাদক পাচার চক্রে যুক্ত মমতা কুলকার্নিও! থানে পুলিশের সাম্প্রতিক তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। তদন্তে পুলিশ জানতে পেরেছে, বলিউডের বেশ কিছু তারকা মমতা এবং ভিকির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। কারণটা সেই মাদক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৬ ২২:৪৪
Share:

স্বামী ভিকি গোস্বামীর সঙ্গে মাদক পাচার চক্রে যুক্ত মমতা কুলকার্নিও! থানে পুলিশের সাম্প্রতিক তদন্তে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। তদন্তে পুলিশ জানতে পেরেছে, বলিউডের বেশ কিছু তারকা মমতা এবং ভিকির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। কারণটা সেই মাদক। তাদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

Advertisement

চলতি বছরের এপ্রিল মাসে থানে থেকে ড্রাগ পাচারকারীর একটি চক্র ধরা পড়ে। ড্রাগ তৈরির দু’হাজার কোটি টাকা মূল্যের ২০ হাজার কিলোগ্রাম কাঁচামাল বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার হয় আট জন। তাদের জিজ্ঞাসাবাদের পরই ভিকি গোস্বামীর নাম উঠে আসে।

সে সময় জানা যায় মুম্বইয়ের অদূরে চলা এই চক্রের মাস্টারমাইন্ড ভিকি। মহারাষ্ট্র থেকে ওই ড্রাগ হাত ঘুরে আমেরিকা এবং কেনিয়ায় পাড়ি দিত। এর আগে ড্রাগ পাচারের অভিযোগে ২০১৪ সালে দুবাই থেকে ভিকিকে গ্রেফতার করেছিল কেনিয়া পুলিশ। পরে অবশ্য তিনি জামিনে ছাড়া পান।

Advertisement

আরও পড়ুন, অভিনেত্রী মমতা কুলকার্নির স্বামী আন্তর্জাতিক ড্রাগ চক্রের মাস্টারমাইন্ড!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement