সুপারম্যানকে পিছনে ফেলে এগোলেন ব্যাটম্যান

আঁটোসাঁটো নীল বডিস্যুট। বুকের ওপর লাল র‌ঙের একটা ‘এস’। এক হাত তুলে শূন্যে উড়ে যাওয়া স্বপ্নের হিরো সুপারম্যান, আপতত হিমঘরে। সূত্রের খবর, ‘ম্যান অব স্টিল’-এর দ্বিতীয় পর্বের কাজ স্থগিত রাখা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০০:০৪
Share:

আঁটোসাঁটো নীল বডিস্যুট। বুকের ওপর লাল র‌ঙের একটা ‘এস’। এক হাত তুলে শূন্যে উড়ে যাওয়া স্বপ্নের হিরো সুপারম্যান, আপতত হিমঘরে। সূত্রের খবর, ‘ম্যান অব স্টিল’-এর দ্বিতীয় পর্বের কাজ স্থগিত রাখা হয়েছে।

Advertisement

পরিচালক জ্যাক স্নাইডারের কাছ থেকে দায়িত্ব নেওয়ার কথা ছিল ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এর পরিচালক জর্জ মিলারের। কিন্তু ‘ম্যান অব স্টিল’-এর প্রযোজনা সংস্থা ‘ডিসি কমিকস সিনেম্যাটিক ইউনিভার্স’-এর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে সুপারম্যান-এর দায়িত্ব থেকে সরে আসেন মিলার। এর পর প্রযোজনা সংস্থাটিও এই ছবির ব্যাপারে আগ্রহ হারায়।

অবশ্য নতুন ছবির কাজ খুব দ্রুতই শুরু করছে এই প্রোডাকশন হাউস। শোনা যাচ্ছে, নায়ক-পরিচালক বেন অ্যাফ্লেকের সঙ্গে ‘ব্যাটম্যান ট্রিলজি’-কেই সে ক্ষেত্রে এগিয়ে রাখছে ‘ডিসি কমিকস সিনেম্যাটিক ইউনিভার্স’। ২০১৬-য় মুক্তি পাচ্ছে এই সংস্থার পরের ছবি ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস’।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন