ফোটোশপ বিতর্কের জবাব এই ভাবে দিলেন প্রিয়ঙ্কা!

কয়েক দিন আগে ম্যাক্সিম ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে তিনি নজর কেড়েছিলেন সকলের। কালো পোশাকে তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে আলোচনা হয়েছিল পেজ থ্রি-তে। তিনি প্রিয়ঙ্কা চোপড়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ১৯:৫৩
Share:

এই কভার ছবিটি নিয়েই ছড়িয়েছিল বিতর্ক। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

কয়েক দিন আগে ম্যাক্সিম ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে তিনি নজর কেড়েছিলেন সকলের। কালো পোশাকে তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে আলোচনা হয়েছিল পেজ থ্রি-তে। তিনি প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু, যত তাঁর সেক্সি লুক নিয়ে আলোচনা তার থেকেও বেশি সমালোচনা হয়েছিল তাঁর আন্ডারআর্মস নিয়ে!

Advertisement

হ্যাঁ, এটাই সত্যি। আপাতত ‘বগল’ বিতর্কে ফেঁসেছেন পিগি চপস।

বিষয়টা ঠিক কী?

Advertisement

আরও পড়ুন, কে ইনি? ‘ম্যাক্সিম’ ম্যাগাজিনের বিচারে সুপার সেক্সি!

আসলে ম্যাগাজিনে প্রিয়ঙ্কার দু’হাত তোলা একাধিক ছবি ছিল। আর তা থেকেই ছড়ায় বিতর্ক। অনেকে বলেন, ছবিতে প্রিয়ঙ্কার আন্ডারআর্মস ফটোশপের কারসাজি। কেউ কেউ বলেন, ‘হোয়াইট ওয়াশ’ করা হয়েছে। আর এ সব বিতর্কে এত দিন মুখে কুলুপ ছিল প্রিয়ঙ্কার।

কিন্তু, গত মঙ্গলবার এ নিয়ে প্রথম রিঅ্যাক্ট করলেন নায়িকা। না! মুখে কিছু বলেননি। বরং সোশ্যাল ওয়ালে নিজের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তাঁর আন্ডারআর্মসের আসল চেহারা। ছবির ক্যাপশনে লিখেছেন, বিতর্কে সংযোজনের জন্য আরও একটি ‘পিট-স্টপিং’ ছবি।


প্রিয়ঙ্কার নতুন পোস্ট করা ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement