শুভজিতের সঙ্গে প্রিয়ঙ্কার প্রেম, সত্যি?

প্রিয়ঙ্কা সরকার নাকি প্রেম করছেন! হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে তো তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে। পরিচালক শুভজিৎ মিত্রের সঙ্গে নাকি তাঁর সম্পর্ক গড়ে উঠেছে। কানাঘুষো যখন শোনা যাচ্ছে, তখন ঘটনার সত্যতা জানা প্রয়োজন।

Advertisement
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ০০:৩০
Share:

প্রিয়ঙ্কা ও শুভজিৎ

প্রিয়ঙ্কা সরকার নাকি প্রেম করছেন! হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে তো তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে। পরিচালক শুভজিৎ মিত্রের সঙ্গে নাকি তাঁর সম্পর্ক গড়ে উঠেছে। কানাঘুষো যখন শোনা যাচ্ছে, তখন ঘটনার সত্যতা জানা প্রয়োজন। সরাসরি প্রশ্ন করা হল প্রিয়ঙ্কাকে। একপ্রস্ত হেসে তিনি বললেন, ‘‘এটা নিতান্তই গুজব। শুভজিতের সঙ্গে আমি অনেক কাজ করেছি। আমাদের বন্ধুত্ব প্রায় দেড়-দু’ বছরের মতো হয়ে গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: 'দিব্যি ব্যাচেলর লাইফ লিড করছি'

কাজের মাধ্যমেই আমাদের আলাপ, কাজের কারণেই আড্ডা। আমার যেহেতু ইন্ডাস্ট্রিতে বন্ধু খুব কম, তাই প্রায়ই আমরা সিনেমা দেখতে যাই। আমাদের একটা ছোট গ্রুপ আছে। ওর সঙ্গে ঘোরার মানে কিন্তু প্রেম করা নয়।’’ ইদানীং প্রিয়ঙ্কা ভীষণ ভাবে জোর দিচ্ছেন ফিটনেসের উপর, বডি টোনড আপ করার জন্য। তাই রোজ নিয়ম করে জিমে যাচ্ছেন। মাপা খাওয়াদাওয়া। জানুয়ারি থেকে শুরু হবে নতুন ছবির শ্যুটিং। সব মিলিয়ে এখন দারুণ ব্যস্ত প্রিয়ঙ্কা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement