Entertainment News

প্রিয়ঙ্কার ‘এক্স হাজব্যান্ড’ রাহুল!

সম্পর্কটা যে ভাল যাচ্ছিল না তা নিয়ে কানাঘুষো ছিল অনেক দিন। তবুও কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। প্রশ্ন করলে একজন ঘুরিয়ে উত্তর দিতেন। আর একজন তো এড়িয়েই যেতেন। তাঁরা রাহুল ও প্রিয়ঙ্কা। টলিউডের স্বপ্নের জুটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ১২:৪৫
Share:

সম্পর্কটা যে ভাল যাচ্ছিল না তা নিয়ে কানাঘুষো ছিল অনেক দিন। তবুও কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। প্রশ্ন করলে একজন ঘুরিয়ে উত্তর দিতেন। আর একজন তো এড়িয়েই যেতেন। তাঁরা রাহুল ও প্রিয়ঙ্কা। টলিউডের স্বপ্নের জুটি। পরিচালক রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে অনস্ক্রিন এই কাপলের অফস্ক্রিন প্রেমটাই ছিল বেশ জমাটি। তারপর ধুমধাম করে বেশ তাড়াতাড়িই বিয়েও সেরে ফেলেন তাঁরা। ছেলে, সহজ হওয়া পর্যন্ত সবটা ঠিকঠাকই চলছিল। তারপরই নাকি চিড় ধরে সম্পর্কে। তবে ছাড়াছাড়ির কথা এ বার যেন সরাসরি বললেন রাহুল। নিজেকে প্রিয়ঙ্কার ‘এক্স হাজব্যান্ড’ অর্থাত্ প্রাক্তন স্বামী বলে দাবি করলেন সোশ্যাল মিডিয়ায়। অর্থাত্ তাঁরা যে সত্যিই প্রাক্তন তা যেন কনফার্ম করলেন রাহুল। বিষয়টা ঠিক কী?

Advertisement

আরও পড়ুন, কালিকাদা আর আমার মধ্যে রয়ে গেল ‘বিসর্জন’

রাহুলের সেই ফেসবুক পোস্ট।

Advertisement

আসলে দিন কয়েক আগে শাহিদ কপূরের স্ত্রী মীরা রাজপুত ওয়েব ওয়ার্ল্ডে একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘মেয়েদের কেরিয়ারের বদলে, বাড়িতে বাচ্চাদের দিকেই বেশি মন দেওয়া উচিত।’’ যাঁরা কেরিয়ার নিয়ে ভাবেন মীরার মতে তাঁরা ‘অ্যাগ্রেসিভ অ্যান্ড ডেসট্রাকটিভ’। মীরার বক্তব্য, ‘‘বাচ্চা বাড়ির পোষ্য নয় যে, দিনে তাকে এক ঘণ্টা সময় দিলেই চলবে।’’ এতেই সমালোচনার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় ‘ট্রোল়ড’ হতে থাকেন মীরা। যেখানে মহিলারা কেরিয়ার আর সংসার দু’টোই দক্ষ হাতে সামলাচ্ছেন, সেখানে মীরার এমন মন্তব্য রীতিমতো অপমানজনক বলে মনে করেন অনেকেই। যদিও স্ত্রীয়ের পক্ষে সওয়াল করে শাহিদ বলেছেন, ‘‘মীরা ওর ব্যক্তিগত মতামত দিয়েছিল। বিষয়টাকে নেতিবাচক ভাবে দেখার মানে হয় না। অনেকের হয়তো ভাবাবেগে আঘাত লেগেছে। কিন্তু মীরা কাউকে অসম্মান করার জন্য কথাগুলো বলেনি।’’

ছেলে সহজের সঙ্গে রাহুল।

এ প্রসঙ্গেই তিনজন চাকুরিজীবী মা মীরাকে উদ্দেশ্য করে খোলা চিঠি লেখেন সোশ্যাল মিডিয়ায়। সেই খবর দিয়েই ফেসবুকে প্রিয়ঙ্কাকে ট্যাগ করে রাহুল লেখেন, ‘আমি জানি তুমি সহজকে কতটা মিস কর… এটা ওর আর তোমার প্রাক্তন স্বামীর তরফ থেকে…তুমি সেরা মা আর অসাধারণ অভিনেত্রী…সাবধানে থেকো…।’ প্রিয়ঙ্কাও এর জন্য ধন্যবাদ জানিয়েছেন রাহুলকে।

আরও পড়ুন, অরিন্দমের ছবি থেকে হঠাত্ই সরে দাঁড়াল বাংলাদেশের প্রযোজনা সংস্থা

রাহুলের এই বক্তব্য নিয়ে খবর হওয়ার পরই ওই পোস্টের নীচেই রাহুল কমেন্ট করেন ‘এক্স হাজব্যান্ড’-এর বিষয়টা উদ্দেশ্য ছিল না। প্রিয়ঙ্কাও রাহুলের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক টলিউডের বিভিন্ন সূত্র বলছে, রাহুল-প্রিয়ঙ্কার সম্পর্কটা সত্যিই যে আর ঠিক নেই তা স্পষ্ট। তবে সহজ তাঁদের দু’জনের কাছেই ফার্স্ট প্রায়োরিটি। সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে আলাদা থাকেন এই কাপল। সহজকে নিয়ে কামালগাজির ফ্ল্যাটে থাকেন প্রিয়ঙ্কা। তিনি নাকি কোথাও কোথাও প্রকাশ্যেই বলেছেন সম্পর্ক ভাঙার কথাও। সাধারণত সব বিষয়েই পরিমিত মন্তব্য করেন রাহুল। কিন্তু ব্যক্তিজীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন এমন কমেন্ট করলেন তা এখনও পরিষ্কার নয়।

ছবি: ফেসবুকের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement