লন্ডনে কি রণবীরের বিয়ের বাজার চলছে? সঙ্গে কে?

লন্ডনের নামজাদা হস্তশিল্পের দোকান। থরে থরে সাজানো নজরকাড়া ঘর সাজানোর জিনিস। আর সেখানেই একসঙ্গে জমিয়ে বাজার করছেন রণবীর কপূর এবং গৌরী খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ১৮:৫৭
Share:

লন্ডনের নামজাদা হস্তশিল্পের দোকান। থরে থরে সাজানো নজরকাড়া ঘর সাজানোর জিনিস। আর সেখানেই একসঙ্গে জমিয়ে বাজার করছেন রণবীর কপূর এবং গৌরী খান।

Advertisement

না! কোনও ফিল্মি দৃশ্য নয়। ঠিক এমনটাই ঘটল বাস্তবে। কিছু ক্ষণ পরে সেখানে যোগ দিলেন অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দাও। তা হলে কি রণবীরের বিয়ের বাজার চলছে?

তেমনটা নয়। বরং নতুন বাড়ি সাজানোর জন্য ঘুরে ঘুরে জিনিস কিনছেন রণবীর। আর নিজেদের কেনাকাটির ফাঁকে তাঁকে সাহায্য করছেন গৌরী ও শ্বেতা। জানা গিয়েছে, মুম্বইয়ের পালি হিলের বাস্তু বিল্ডিংয়ের সাততলায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন রণবীর। আগামী সেপ্টেম্বরে সেখানে চলে যাবেন। তার আগে সাজিয়ে নিতে চান মনের মতো করে। আপাতত ডেওনারে দুই প্রিয় পোষ্য কুকুর নিয়ে দিদিমার বাড়িতে থাকেন নায়ক।

Advertisement

আরও পড়ুন, ক্যাট-রণবীরের সম্পর্কের ভাঙন, নেপথ্যে কোন নারী?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement