New Avtar Of Shah Rukh Khan

নতুন পরিচয়ে শাহরুখ! ঘোষণায় কার্তিক আরিয়ান, বিনোদন দুনিয়ার বাইরেও জুটি বাঁধছেন দুই তারকা?

শিশু দিবসেই নতুন রূপে প্রকাশ শাহরুখের। এখনও পর্যন্ত ভারতীয় কোনও অভিনেতার জন্য এই উদ্যোগ নেওয়া হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১২:১২
Share:

শাহরুখ খান আর কার্তিক আরিয়ান কি জুটিতে? ছবি: সংগৃহীত।

গিনেস বুক থেকে দুবাইয়ের বুর্জ খলিফা— কোথায় নেই তিনি? অভিনয়ের মাধ্যমেই দিকে দিকে তাঁর নাম। খবর, শাহরুখ খানের নামে আস্ত অট্টালিকা তৈরি হতে চলেছে! সৌজন্য প্রথম সারির এক স্থাপত্যসংস্থা। শিশু দিবসেই মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে নাকি তার আনুষ্ঠানিক ঘোষণা হবে।

Advertisement

গত এক সপ্তাহ ধরে সংস্থার সমাজমাধ্যমে এই বিষয়ে জানানো হচ্ছে। তখনও তারকার নামপ্রকাশ করা হয়নি। বৃহস্পতিবারেও তারকার নাম প্রকাশ্যে আনা হয়নি। কেবল তাঁর একটি অস্পষ্ট ছবি সামনে আনতেই চওড়া হাসি অনুরাগীদের মনে। ছবি যতই অস্পষ্ট হোক, আদল দেখে বুঝে নিতে অসুবিধা হয়নি কারও। বলিউডেও নাকি খুশির হাওয়া ছড়িয়েছে তার পরেই।

খবরের এখানেই শেষ নয়। অট্টালিকার নামঘোষণায় নাকি শাহরুখের সঙ্গে উপস্থিত থাকতে পারেন কার্তিক আরিয়ানও! তিনিই সম্ভবত এই অভিনব ভাবনার নিবেদক। প্রসঙ্গত, এই প্রথম কোনও বলিউড অভিনেতার নামে বিলাসবহুল অট্টালিকার নাম রাখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement