Sharly Modak

‘ভয় পেয়েছিলাম...’, আর কি ‘ফুলকি’ ধারাবাহিকে শালিনীকে দেখা যাবে না? জবাব দিলেন শার্লি

পর পর নেতিবাচক চরিত্রে দর্শক দেখছেন অভিনেত্রী শার্লি মোদককে। তিনি কি সত্যিই খলচরিত্রে দেখতে চান নিজেকে? এ প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?

Advertisement
শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৮:২১
Share:

খল চরিত্র কি প্রিয় শার্লির? ছবি: সংগৃহীত।

নায়িকা হিসাবে ছোট পর্দায় তাঁর যাত্রা শুরু। কিন্তু এখন তিনি ছোট পর্দার দুঁদে খলনায়িকা। শালিনীর পর এ বার তিনি মধুবনী। ইতিমধ্যেই দর্শক তাঁকে দেখে ফেলেছেন ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে। রাতারাতি মুখ বদলে গিয়েছে। কাহিনিতে নায়ক শাক্যর প্রেমিকা মধুবনী। কিন্তু নায়কের বিয়ে হয়েছে আরশির সঙ্গে। সেখানেই বেধেছে যত গোল। এ ভাবেই কাহিনি এগোচ্ছে। এত দিন এই চরিত্রে দর্শক দেখতেন অন্য অভিনেত্রীকে। তবে এ বার থেকে মধুবনী চরিত্রে দেখা যাচ্ছে শার্লিকে। নায়িকা হিসাবে অভিষেক হওয়ার পর একের পর এক নেতিবাচক চরিত্রেই দেখা যাচ্ছে তাঁকে। খলচরিত্র কি বেশি টানে নায়িকাকে? নাকি একটা খলচরিত্রে ‘হ্যাঁ’ করার পরেই তেমনই সুযোগ আসছে?

Advertisement

আনন্দবাজার ডট কমকে শার্লি জানিয়েছেন, তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে যে খুব আগ্রহী তেমনটা নয়। অভিনেত্রী বলেন, “নেতিবাচক চরিত্রে অভিনয়ের আগে অনেকটা ভাবতে হয়। সেটা আমার প্রথম প্রথম অসুবিধা হত। যেহেতু অভ্যাস নেই তাই কঠিন লাগত। তাই শালিনী চরিত্রে অভিনয়ের পর ভেবেছিলাম আর খলচরিত্রে অভিনয় করব না।”

আদ্যোপান্ত খলনায়িকা হয়ে ওঠা তাঁর পক্ষে খুবই কঠিন একটা বিষয়। তাই চেয়েছিলেন ইতিবাচক চরিত্রেই অভিনয় করতে। তাই সবাইকে জানিয়েছিলেন যে তিনি এমন কোনও চরিত্রে অভিনয় করবেন না। শার্লি বললেন, “এই ধারাবাহিকের লেখক এবং পরিচালক দু’জনেই আমায় পছন্দ করেন। প্রথমে মনে হয়েছিল নেতিবাচক চরিত্রে আমি অভিনয় করতে পারব না। তাই না করে দিয়েছিলাম। কিন্তু তার পরে চরিত্রটা শুনে খুব লোভ হয়।” তা হলে আর কি ‘ফুলকি’ ধারাবাহিকে শালিনীকে দেখা যাবে না? সেই উত্তর অবশ্য শার্লির কাছে নেই। তবে এই চরিত্রের জন্য শালিনীর ট্র্যাক যে একটু কমতে পারে তা আন্দাজ করা যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement