Entertainment News

এই মহিলাকে ছেড়ে নাকি থাকতেই পারছেন না রণবীর কপূর!

সত্যিই কি তাই? নাকি এ বারও পুরোটাই গসিপ?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৩৮
Share:

গেস করুন তো ইনি কে?

প্রেমে তিনি বার বার পড়েন। প্রেম ভেঙেও যায়। আর তা নিয়ে খুল্লামখুল্লা রণবীর কপূর। কখনও দীপিকা পাড়ুকোন তো কখনও ক্যাটরিনা কইফের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। এ বার শোনা যাচ্ছে এক অন্য অভিনেত্রীর নাম। তাঁকে ছেড়ে নাকি ইদানিং এক মুহূর্তও থাকছেন না নায়ক! জানেন তিনি কে?

Advertisement

আরও পড়ুন, দ্বিতীয় ‘সন্তানের’ জন্মের আগে আকাশে উড়লেন দেব

ইন্ডাস্ট্রির জল্পনা, এই মুহূর্তে পাক অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে বিশেষ সম্পর্কে রয়েছেন রণবীর। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’-এ স্ক্রিন শেয়ার করে বলি মহলে পরিচিতি পেয়েছিলেন মাহিরা। মাস খানেক আগে রণবীরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সেই জল্পনাকে সোশ্যাল মিডিয়াতেই নস্যাত্ করে দিয়েছিলেন মাহিরা। সম্প্রতি ফের এই জুটিকে দেখা গিয়েছে নিউ ইয়র্কে। পাপারাত্‌জিরা ফ্রেমবন্দি করেছেন তাঁদের। শোনা যাচ্ছে, একে অপরকে ছেড়ে নাকি থাকতেই পারছেন না দু’জন!

Advertisement

আরও পড়ুন, লাইভ আড্ডা @ প্রজাপতি বিস্কুট

সত্যিই কি তাই? নাকি এ বারও পুরোটাই গসিপ? এ বারও কি সোশ্যাল মিডিয়ায় মুখ খুলবেন মাহিরা? !! !! !!

!! !! !!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement