Narendrapur Mystery Dath

৫ দিন নিখোঁজের পর নরেন্দ্রপুরের খাল থেকে যুবকের দেহ উদ্ধার! খুনের অভিযোগ করল পরিবার

শুক্রবার সকালে সঞ্জিতের বাড়ির কাছে খালেই ভেসে ওঠে তাঁর দেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ছুটে যান পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতের দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ২২:৩৬
Share:

—প্রতীকী চিত্র।

দিন পাঁচেক ধরে ছেলের খোঁজ পায়নি পরিবার। শুক্রবার সকালে হঠাৎ খালে ভাসতে দেখা গেল তাঁর দেহ। যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার দাসপাড়া এলাকায়। পরিবারের দাবি, খুন করা হয়েছে ৩০ বছরের সঞ্জিত পোড়েলকে।

Advertisement

পরিবার সূত্রে খবর, গত সোমবার একটি ফোন আসে সঞ্জিতের কাছে। সেই ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তার পর থেকে ফোন বন্ধ ছিল তাঁর। রাতে বাড়ি ফেরেননি। এলাকায় অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। কোথাও সঞ্জিতের খোঁজ না পেয়ে নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন পরিবারের সদস্যেরা।

শুক্রবার সকালে সঞ্জিতের বাড়ির কাছে খালেই ভেসে ওঠে তাঁর দেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ছুটে যান পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতের দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সেখান থেকে খুনের অভিযোগ করছে পরিবার। তাদের দাবি, পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। কিন্তু কে বা কারা এই ঘটনায় যুক্ত থাকতে পারেন, তা বলতে পারেননি তাঁরা। রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement