Shubman Gill

সারা থেকে ঋদ্ধিমা সকলেই অতীত, শুভমনের জীবনে নতুন নায়িকা! খেলার মাঠেই কি মিলল ইঙ্গিত?

গত বছরের শেষের দিকে শোনা গিয়েছিল বিয়ে করতে চলেছে শুভমন গিল। এ বার ক্রিকেটতারকার জীবনে নতুন নায়িকা। ইনস্টাগ্রাম পোস্টে মিলল ইঙ্গিত!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৮:১৪
Share:

ঋদ্ধিমা-সারা নয়, শুভমনের মন কাড়লেন কে? ছবি: সংগৃহীত।

সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমন গিলের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা নেটপাড়ায়। গত বছর বিভিন্ন সময় একত্রে দেখা গিয়েছে সারা-শুভমনকে। এক সাক্ষাৎকারে ক্রিকেটতারকা নিজেও স্বীকার করেন, তিনি প্রেম করছেন। কিন্তু প্রেমিকার নাম ঊহ্য রাখেন সে বার। এ সবের মাঝেই শোনা যায়, শুভমনের জীবনে নতুন মানুষের আগমন ঘটেছে! অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিতের প্রেমে পড়েছেন শুভমন। চুপি চুপি বাগ্‌দান সেরে ফেলেছেন তাঁরা। গত বছরের শেষে শুভমন নাকি বিয়ে করবেন, এমনটাও শোনা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। এ বার শুভমনের জীবনে নতুন নায়িকা। ইনস্টাগ্রাম পোস্টে মিলল ইঙ্গিত!

Advertisement

সম্প্রতি ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ দেখতে দুবাই উড়ে যান পঞ্জাবি ছবির নায়িকা অবনীত কৌর। সেখান থেকে তিনি ছবি ভাগ করে নিতেই শুরু হয় গুঞ্জন। তবে কি শুভমনের জন্যই খেলার মাঠে হাজির অবনীত? মাস দুয়েক আগেই জনপ্রিয় নেটপ্রভাবী অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ায়। তাই এ বার দুবাইয়ে ফের অবনীতকে গ্যালারিতে দেখে অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করছেন। যদিও ব্যক্তিগত জীবনকে সব সময় আড়ালেই রাখতে চেয়েছেন শুভমন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement