জল্পনায় জল

তা হলে কি বিচ্ছেদ সংক্রান্ত জল্পনাগুলো মিথ্যে প্রমাণ করতেই হেজেল এমন উঠেপড়ে লেগেছেন? নাকি অশান্তি সত্যিই ঘনিয়েছে সাংসারিক স্বর্গে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৮ ০০:২৭
Share:

যুবরাজ-হেজেল

দু’বছর প্রেম করার পর ২০১৬ সালে গাঁটছড়া বেঁধেছিলেন যুবরাজ সিংহ এবং হেজেল কিচ। গোয়ায় ডেস্টিনেশন ওয়েডিং এবং দিল্লির রিসেপশন ছিল জমকালো। তার পর দু’জনকে দেখেই মনে হতো, দিব্যি সুখে সংসার করছেন তাঁরা। কিন্তু সম্প্রতি গুজব উঠেছিল, বিয়েটা নাকি আর টানতে চাইছেন না যুবরাজ-হেজেল। নিত্য অশান্তি এড়াতে তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে হেজেলের ইনস্টাগ্রাম স্টোরি বলছে অন্য কথা। সেখানে প্রায়ই যুবরাজ বা তাঁর ভাই জোরাবর এবং মা শবনমের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে হেজেলকে। সঙ্গে এই জাতীয় ক্যাপশন— ‘পরিবারের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে সুখের।’ তা হলে কি বিচ্ছেদ সংক্রান্ত জল্পনাগুলো মিথ্যে প্রমাণ করতেই হেজেল এমন উঠেপড়ে লেগেছেন? নাকি অশান্তি সত্যিই ঘনিয়েছে সাংসারিক স্বর্গে? উত্তরটা অবশ্য সময়ই বলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement