Sreetoma Bhattacharya

বিয়ে করতে চলেছেন ছোটপর্দার ‘ঝিলিক’? ভিডিয়োতে জল্পনা

মা ও ইচ্ছেনদী সিরিয়ালের বেশ জনপ্রিয়তা পেয়েছেন

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ০৮:১০
Share:

শ্রীতমা। ছবি: ফেসবুক পেজের সৌজন্যে।

বিয়ে করতে চলেছেন ছোট পর্দার ঝিলিক?

Advertisement

ছোটপর্দার অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। ‘মা’ ধারাবাহিকের ঝিলিক। তাঁর বিয়ে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। অনেকেই বলছেন তাঁর নাকি সামনেই বিয়ে? কেন বলুন তো? অভিনেত্রী কি নিজেই জানিয়েছেন সে কথা?

নিজের নানা মূহূর্তের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শ্রীতমা। এবার কি বিশেষ কারও ছবি শেয়ার করলেন? জানালেন বিয়ের তারিখ?

Advertisement

না তিনি এসব কিছুই বলেননি। বলেছেন, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তিনিই নাকি শ্রীতমার বিয়ে নিয়ে মুখ খুলেছেন। কী বলেছেন তিনি?

আরও পড়ুন: #মিটু বিতর্কে মুখ খুললেন ক্যাটরিনা, বললেন...

শ্রীতমা সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে এমন কিছুই আসলে জানান নি। বিজয়া দশমীর দিন সিঁদুর খেলেছিলেন, সেখানেই ছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অপরাজিতা ও শ্রীতমার মধ্যে সম্পর্ক অত্যন্ত ভাল। সিঁদুর খেলার সময় একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারের সময় অপরাজিতা ও শ্রীতমা পাশাপাশিই ছিলেন। সেই সময় শ্রীতমাকে প্রশ্ন করা হয়, তিনি দু্র্গা ঠাকুরের কাছে কী প্রার্থনা করেছেন?

সিঁদুর খেলায় অপরাজিতার সঙ্গে। ছবি সৌজন্যে ফেসবুক।

সেই সময় শ্রীতমা উত্তর দেওয়ার আগেই অভিনেত্রী অপরাজিতা হাসতে হাসতেই মজাচ্ছলে বলে ওঠেন, শ্রীতমা চাইছেন, খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক। যদিও এর পরই শ্রীতমা ‘‘মোটেই না, মোটেই না’’ বলে অপরাজিতাকে বাধা দেওয়ার চেষ্টা করেন।

দেখুন সেই খুনসুটির ভিডিয়ো:

দুই অভিনেত্রীর একটি ভিডিয়ো অপরাজিতা আঢ্য ফ্যান ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। সেই ভিডিয়োতেই দেখা গিয়েছে, দু’জনের খুনসুটি।

আরও পড়ুন: আমির খানের লভ চাইল্ড! এই ছেলেই কি সে?

এই ভিডিয়ো শেয়ার করার পরই জল্পনা শুরু হয়েছে শ্রীতমার বিয়ে নিয়ে। অপরাজিতা আঢ্য আর শ্রীতমা ভট্টাচার্যের এই মজার কথোপকথনের পিছনে কি আদৌ সত্যি রয়েছে? কেউ বলছেন, নিছকই মজা। কেউ বলছেন, এটা সত্যি হতেও পারে।

‘তোমায় ছাড়া ঘুম আসে না মা..’ ধারাবাহিকটি ছাড়াও ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকে অভিনয়ের পরেও বিপুল জনপ্রিয়তা পান শ্রীতমা। ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ তিনি। কাজেই তাঁর বিয়ে নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তো থাকবেই।

টলিউডের প্রেম, টলিউডের বক্ল অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে। ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন