Celebrity Marriage

‘আমাদের বিয়ে’, ইঙ্গিত দিলেন ওরি! উর্বশীর সঙ্গে সাত পাক ঘুরবেন নেটপ্রভাবী?

‘ডাকু মহারাজ’ ছবি থেকে তাঁর সমস্ত দৃশ্য বাদ পড়েছে। তার পরেও প্রজাপতির মতোই ফুরফুরে নায়িকা! কেন এত খুশি খুশি উর্বশী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৪
Share:

উর্বশী রৌতেলাকে বেছে নিচ্ছেন ওরি? ছবি: ফেসবুক।

বলিউডে একটি করে বিয়ে হয়। সেই বিয়ের আসরে আর একটি বিয়ের ফুল ফোটে! রসিকজনদের দাবি, এই রীতিই নাকি বলিউডে চলে আসছে বহু যুগ ধরে। হাতেগরম উদাহরণও রয়েছে। সদ্য সাত পাকে বাঁধা পরলেন আদর জৈন-আলেখা আডবাণী। কপূর পরিবারের এই বিয়েতে ছিল তারকাদের ঢল। উপস্থিত ছিলেন নেট প্রভাবশালী ওরি। লাল কুর্তা, সাদা প্যান্ট, মানানসই জহর কোটে তাঁকে দুরন্ত দেখাচ্ছিল। ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগী থেকে খ্যাতনামী— প্রত্যেকে ওরির সাজের প্রশংসা করেছেন।

Advertisement

এই তালিকায় উর্বশী রৌতেলাও। তিনি প্রশংসা তো করেছেনই, সঙ্গে ওরির বিয়ে নিয়ে মন্তব্য করেছেন! মন্তব্য বিভাগে লিখেছেন, “তোমার বিয়েতে যোগ দেওয়ার জন্য তর সইছে না!” ওরিও জবাব দিয়েছেন। আর সেখানেই বড়সড় ‘ট্যুইস্ট’। নেট প্রভাবশালী লিখেছেন, “আমাদের।” ব্যস, সন্দেহজনক গন্ধ পেয়েই নড়ে বসেছে মায়ানগরী। চোখ কপালে দুই খ্যাতনামীর অনুরাগীদেরও। তা হলে কি ওরির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন উর্বশী? উঠেছে এমন প্রশ্ন। রসিকজনেরা রসিকতা করতেও পিছপা হননি। তাঁদের কৌতূহল, উর্বশীকে ওরি সামলাতে পারবেন?

সদ্য মুক্তি পেয়েছে ‘ডকু মহারাজ’ ছবিটি। সেখানে বর্ষীয়ান অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণণের সঙ্গে ‘দাবিড়ি দিবিড়ি’ নেচে বিতর্কের ঝড় তুলেছেন অভিনেত্রী। যদিও নাচ-সহ উর্বশী অভিনীত সমস্ত দৃশ্য বাদ পড়েছে ছবি থেকে। যুক্তি, দৃশ্য এবং নাচ অশ্লীলতা দোষে দুষ্ট। যদিও এই বিতর্কিত নাচের কল্যাণেই ছবিটি মুক্তির আগেই ১৫০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। তার পরেও সমস্ত দৃশ্য বাদ পড়ায় মুষড়ে পরার কথা অভিনেত্রীর। সেটা তো হচ্ছেই না। উল্টে উর্বশী প্রজাপতির মতো ফুরফুরে। দুবাই গিয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখেছেন!

Advertisement

নিন্দকেরা এর থেকেই দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করেছেন। তাঁদের ভবিষ্যদ্বাণী, শীঘ্রই নাকি চার হাত এক হতে চলেছে। সেই আনন্দে অভিনেত্রী ছবি থেকে তাঁর দৃশ্য বাদ পড়ার পরেও এত খুশি! যদিও গত নভেম্বরে উর্বশী জানিয়েছিলেন, আগামী আড়াই বছর তিনি বিয়ে করবেন না। কারণ, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তাঁর এমন একটি দশা চলছে, যা মোটেই বিয়ের উপযুক্ত নয়। অভিনেত্রীর কথায়, “এখন আমার ‘কাটনি’ যোগ চলছে। ‘কাটনি যোগ’ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement