Entertainment News

‘সহবাসে’ ইশা-অনুভব, টলিউডে নতুন জুটি

গত ২৫ বছর ধরে দিল্লিতে থাকেন অঞ্জন। পেশায় ব্যবসায়ী। কিন্তু নেশা থিয়েটার। ‘গ্রিন রুম থিয়েটার’ গ্রুপে চর্চাও করেন। পড়াশোনাও থিয়েটার নিয়েই। পরিচালক হিসেবে পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে ডেবিউ হতে চলেছে তাঁর। চিত্রনাট্য, সংলাপ ছাড়াও ছবির চারটে গানও তাঁরই লেখা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ১১:০০
Share:

অনস্ক্রিন নতুন জুটি।

‘সহবাসে’ ইশা সাহা এবং অনুভব কাঞ্জিলাল। এ নিছকই আসন্ন ছবির খবর। সুতরাং কোনও গসিপ খুঁজবেন না। অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত আসন্ন ছবি ‘সহবাসে’-এ নতুন এই জুটিকে পেতে চলেছে টলিউড ইন্ডাস্ট্রি।

Advertisement

গত ২৫ বছর ধরে দিল্লিতে থাকেন অঞ্জন। পেশায় ব্যবসায়ী। কিন্তু নেশা থিয়েটার। ‘গ্রিন রুম থিয়েটার’ গ্রুপে চর্চাও করেন। পড়াশোনাও থিয়েটার নিয়েই। পরিচালক হিসেবে পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে ডেবিউ হতে চলেছে তাঁর। চিত্রনাট্য, সংলাপ ছাড়াও ছবির চারটে গানও তাঁরই লেখা।

ছবির বিষয় কী? অঞ্জন বললেন, ‘‘আজকের জেনারেশেন খুব আনস্টেবল মেন্টালিটির মধ্যে রয়ছে। প্রফেশনাল ইনসিকিওরিটি রয়েছে তাদের। ফলে পালিয়ে যাবার মনোভাব ছড়িয়ে পড়ছে। বিয়ে করা বা বিভিন্ন রকমের দায়িত্ব নিতে ভয় পাচ্ছে। পালিয়ে গিয়ে ভাল থাকতে চাইছে। এই মানসিকতার মধ্যে দিয়ে দু’টো জেনারেশনের যে দ্বন্দ্ব সেটা দেখানোর চেষ্টা করব।’’

Advertisement

আরও পড়ুন, ‘আমি বেকার, কারও কাছে পার্ট আছে?’

ছবির মূল দুই চরিত্রে রয়েছে অনুভব এবং ইশা। অনুভবের চরিত্রটি এক ২৫ বছরের ছেলের। যে কলকাতার কর্পোরেট সেক্টরে কাজ করে। ইশার চরিত্রটি ক্রিয়েটিভ অ্যাড এজেন্সির সঙ্গে জড়িত। মূলত লিভ ইন রিলেশনশিপের ওপর গল্প।

আরও পড়ুন, বুম্বাদার ডেডিকেশন আমাকে ইনসিকিওর করে দেয়, স্বীকারোক্তি ঋত্বিকের

ইশা শেয়ার করলেন, ‘‘এখনকার জেনারেশনের কমিটমেন্ট ফোবিয়া আছে। তারা কমিটেড হতে পারে কিনা সেটা তো ছবিতে আছেই। ইন্টারেস্টিং হল, তাদের সঙ্গে জড়িয়ে অন্যান্য মানুষদেরও একটা করে গল্প আছে। লিভিং কাপলদের নিয়ে যে সব ছবি হয়েছে তার থেকে কিছুটা আলাদা। আমার কেরিয়ারেও চরিত্রটা নতুন। কখনও কেঁদে ফেলছে। কখনও প্রচন্ড রেগে গিয়ে ঘুষি মারছে। পরিচালকেরও আমার ওপর কনফিডেন্স রয়েছে প্রথম দিন থেকেই।’’


‘সহবাসে’র লুকে রাহুল, দেবলীনা এবং সায়নী।

এ ছবির পরিচালক এবং মুখ্য অভিনেতা ব্যক্তি জীবনের বাবা-ছেলে। বাবার পরিচালনায় কাজ করাটা কতটা আলাদা? অনুভবের জবাব, ‘‘১২ বছর বাবার সঙ্গে থিয়েটার করেছি। কী ভাবে বাবা ডিরেক্ট করে সেই প্রসেসটা জানি। ফলে কাজ করাটা সুবিধের। একটা টেনশন তো থাকেই। তবে আমাদের টিমে খুব ভাল ভাল অভিনেতারা রয়েছেন।’’

আগামী ২৭ মে থেকে শুটিং শুরু হবে। ইশা-অনুভব ছাড়াও দেবলীনা দত্ত, সায়নী ঘোষ, শুভাশিস মুখোপাধ্যায়, তুলিকা বসুর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ছবি।

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন