‘সুলতান’-এর প্রোমোশন করলেন য়ুলিয়া!

আজ বুধবার মুক্তি পেল সলমন খানের বিগ বাজেটের ছবি ‘সুলতান’। এতদিন ধরে নানা রকম প্রোমোশন হয়েছে। কিন্তু শেষ বেলায় বাজিমাত্ করলেন য়ুলিয়া ভানটুর। সৌজন্যে তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্ট। সেখানে নিজের মতো করে ‘সুলতান’-এর প্রচার করেছেন য়ুলিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ১৪:২৭
Share:

আজ বুধবার মুক্তি পেল সলমন খানের বিগ বাজেটের ছবি ‘সুলতান’। এতদিন ধরে নানা রকম প্রোমোশন হয়েছে। কিন্তু শেষ বেলায় বাজিমাত্ করলেন য়ুলিয়া ভানটুর। সৌজন্যে তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্ট। সেখানে নিজের মতো করে ‘সুলতান’-এর প্রচার করেছেন য়ুলিয়া। প্রচারের লক্ষ্য হিসেবে তিনি বেছে নিয়েছেন ছবিটির ‘বেবি কো বেস পসন্দ হ্যায়’ গানটি। আফটার অল তিনি ভাইজানের গার্লফ্রেন্ড। বি-টাউনের জল্পনা অন্তত তেমনটাই বলে। তাই তাঁর প্রোমোশনের ধরন যে আলাদা হবে, এটাই তো স্বাভাবিক। সেটা ঠিক কেমন? দেখে নিন নীচের ছবিতে।

Advertisement


এই পোস্টটি শেয়ার করেছেন য়ুলিয়া। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement