সলমনকে বিয়ে করছেন না! এমনই ইঙ্গিত দিলেন য়ুলিয়া?

য়ুলিয়া ভানটুরের সঙ্গে কি বিয়ে হচ্ছে সলমন খানের? এটাই তো এখন বি-টাউনের সবচেয়ে কমন প্রশ্ন। বিয়ে নিয়ে সলমন তো বিভিন্ন সময় মুখ খুলেছেন। কখনও বলেছেন, বিয়ে করলে টুইটারে বা ফেসবুকে অবশ্যই জানাব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০১৬ ১৫:৫৬
Share:

য়ুলিয়া ভানটুরের সঙ্গে কি বিয়ে হচ্ছে সলমন খানের?

Advertisement

এটাই তো এখন বি-টাউনের সবচেয়ে কমন প্রশ্ন।

বিয়ে নিয়ে সলমন তো বিভিন্ন সময় মুখ খুলেছেন। কখনও বলেছেন, বিয়ে করলে টুইটারে বা ফেসবুকে অবশ্যই জানাব। আবার কখনও বা প্রীতি জিন্টার ওয়েডিং রিসেপশনে প্রকাশ্যে হাজির হয়েছেন য়ুলিয়াকে নিয়ে। আর এ সব দেখে এই জল্পনা আরও জোরালো হয়েছে।

Advertisement

কিন্তু, এই প্রথম বিয়ে নিয়ে সোশ্যাল সাইটে মুখ খুললেন য়ুলিয়া। তিনি যা বললেন, তাতে তো ভাইজানের এ প্রেমটারও মাঝপথেই ইতি হয়ে গেল মনে হচ্ছে বি-টাউনের।

কী বলেছেন য়ুলিয়া?

‌ইনস্টাগ্রামে এই রোমানিয়ান সুন্দরী লিখেছেন, ‘বন্ধুরা, আমি কোনও গুজবে রিঅ্যাক্ট করতে চাই না। কিন্তু আমার মনে হয়, আমার নিজের স্টেটাসটা পরিষ্কার করে দেওয়া উচিত। আমি এখনও বিয়ে করিনি। কিন্তু ওয়েডিং ড্রেস পরার জন্য কোনও তাড়াও নেই আমার।’

প্রায় এক বছর ধরে য়ুলিয়ার সঙ্গে সলমন খানের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন বলি টাউনের একটা বড় অংশ। সপ্তাহ দুয়েক আগেই মুম্বইয়ে এসেছিলেন তিনি। সলমন খানের মায়ের সঙ্গে য়ুলিয়ার সেই ছবি প্রকাশও হয়েছিল। ফার্ম হাউসে খান পরিবারের সঙ্গে হলিডেও কাটান সুন্দরী। তাঁর হাতে একটি ডায়মন্ড রিং-ও দেখা গিয়েছিল। সেখান থেকেই শুরু হয়েছিল ভাইজানের সঙ্গে তাঁর ‘এনগেজমেন্ট’-এর জল্পনা। কিন্তু য়ুলিয়ার এই ইনস্টাগ্রাম পোস্ট সব কিছুর উপরই প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিল। প্রশ্ন উঠছে, আদৌ সল্লু মিঞার সঙ্গে সম্পর্কটা টিকে রয়েছে তো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement