Entertainment News

বলিউড ডেবিউ করছেন? য়ুলিয়া বললেন…

সোনাক্ষী সিন্‌হা, ডেইজি শাহ, সুরজ পাঞ্চোলি— সলমন খানের হাত ধরে বলিউড ডেবিউ হওয়া তারকাদের লিস্টটা বেশ লম্বা। শোনা গিয়েছিল, এই তালিকায় যোগ হবে আরও একটা নাম। তিনি য়ুলিয়া ভানটুর। জল্পনা, এই রোমানিয়ান মডেলের সঙ্গেই নাকি এই মুহূর্তে রিলেশনশিপে রয়েছেন সল্লু মিঞা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ১৪:৩৩
Share:

সোনাক্ষী সিন্‌হা, ডেইজি শাহ, সুরজ পাঞ্চোলি— সলমন খানের হাত ধরে বলিউড ডেবিউ হওয়া তারকাদের লিস্টটা বেশ লম্বা। শোনা গিয়েছিল, এই তালিকায় যোগ হবে আরও একটা নাম। তিনি য়ুলিয়া ভানটুর। জল্পনা, এই রোমানিয়ান মডেলের সঙ্গেই নাকি এই মুহূর্তে রিলেশনশিপে রয়েছেন সল্লু মিঞা। যদিও অভিনয় করার বদলে বলিউডে ইতিমধ্যেই গান গেয়ে ফেলেছেন য়ুলিয়া। আদৌ কি তিনি অভিনয় করবেন? এ বার এ প্রশ্নের উত্তর দিলেন য়ুলিয়া স্বয়ং।

Advertisement

আরও পড়ুন, কালীর ছবি শেয়ার করে সমালোচনার মুখে এই সেলেব!

সম্প্রতি এক সাক্ষাত্কারে য়ুলিয়া বলেন, ‘‘ছোট থেকে গান আমার ভাললাগার জায়গা। কিন্তু এটা কখনও কেরিয়ার করব ভাবিনি। আর যদি আমি অভিনয় করি, সেটাও নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য। কেরিয়ার হিসেবে নয়।’’ বলিউডে কি ইতিমধ্যেই অফার পেয়েছেন য়ুলিয়া? তাঁর কথায়, ‘‘আমি বেশ কিছু ভাল অফার পেয়েছি। কয়েকটি চরিত্রের সঙ্গে নিজের মিলও পেয়েছি। এখনও চিত্রনাট্য পড়ছি। দেখা যাক…।’’

Advertisement

য়ুলিয়া মনে করেন, মঞ্চে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়। মতামত আদান-প্রদান করা যায়। কিন্তু নাটকে অনেক বেশি ডেডিকেশন প্রয়োজন। তাই এই মুহূর্তে থিয়েটার করার ভাবনা নেই তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement