Entertainment News

সলমনের গান র‌্যাম্পে গাইলেন য়ুলিয়া

সলমন খান এবং য়ুলিয়া ভানটুরের রিলেশনশিপ নিয়ে এত দিনে বহু চর্চা হয়েছে মিডিয়ায়। শিরোনামে এসেছে তাঁদের বন্ধুত্বও। ফের এক বার সেই সম্পর্কের প্রমাণ পাওয়া গেল। প্রমাণ দিলেন খোদ য়ুলিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৭
Share:

সলমন খান এবং য়ুলিয়া ভানটুরের রিলেশনশিপ নিয়ে এত দিনে বহু চর্চা হয়েছে মিডিয়ায়। শিরোনামে এসেছে তাঁদের বন্ধুত্বও। ফের এক বার সেই সম্পর্কের প্রমাণ পাওয়া গেল। প্রমাণ দিলেন খোদ য়ুলিয়া।

Advertisement

আরও পড়ুন, পায়ে স্বস্তিক চিহ্নের ট্যাটু করিয়ে আইনি সমস্যায় সোফিয়া

কী ভাবে জানেন? রোমানিয়ান এই মডেল এ বার গান গাইলেন। সম্প্রতি ক্যানসার আক্রান্তদের সাহাযার্থে র‌্যাম্পে হাঁটলেন য়ুলিয়া। সেখানেই সলমনের ছবির তিনটি গান গেয়েছেন তিনি। ‘তেরি মেরি’, ‘জগ ঘুমায়য়া’, ‘ম্যায় হু হিরো তেরা’র মতো জনপ্রিয় গান তাঁর গলায় শুনলেন উপস্থিত সকলে। পরে য়ুলিয়া বলেন, ‘‘আমি গান গাইতে ভালবাসি। আর যখন নির্দিষ্ট কোনও কারণে গান গাই, তখন তা আরও স্পেশ্যাল হয়ে ওঠে। আমরা এখানে ক্যানসার রোগীদের সাপোর্ট করছি।’’

Advertisement

কয়েক সপ্তাহ আগেই ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চেও হেঁটেছেন য়ুলিয়া। সেখানে যে ব্র্যান্ডের পোশাক তিনি পরেছিলেন তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সলমন খান ও তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কইফ। যদিও ইন্ডাস্ট্রির একটা বড় অংশ মনে করেন এই ঘটনা নিছকই কাকতালীয়। 💃🙌🎶 😻 💃 '😘 😘 ~ ♥

কয়েক সপ্তাহ আগেই ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চেও হেঁটেছেন য়ুলিয়া। সেখানে যে ব্র্যান্ডের পোশাক তিনি পরেছিলেন তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সলমন খান ও তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কইফ। যদিও ইন্ডাস্ট্রির একটা বড় অংশ মনে করেন এই ঘটনা নিছকই কাকতালীয়। ~ ♥

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement