Jaaved Jaaferi on Salman Khan

সলমনের ছবি মানেই সফল তা নয়! উর্বশীর ৭ কোটি অনুরাগী ওঁর ছবি দেখলে হিট হত: জাভেদ

সমাজমাধ্যমে উর্বশী রৌতেলার অনুসরণকারীর সংখ্যা ৭২ মিলিয়ন। কিন্তু সেই অনুসরণকারীরা কি টিকিট কেটে অভিনেত্রীর ছবি দেখতে যান? প্রশ্ন তুললেন জাভেদ জাফরি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৮
Share:

সলমন খান ও ঊর্বশী রৌতেলাকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন জাভেদ জাফরি? ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে অনুরসণকারীর সংখ্যা যত বেশি, ছবি সফল হওয়ার সম্ভাবনা কি ততই প্রবল? বর্তমানে বিজ্ঞাপনের পাশাপাশি ছবির জন্য অভিনেতা বাছাইয়ের ক্ষেত্রেও সমাজমাধ্যমে তাঁদের উপস্থিতি বিশেষ ভূমিকা পালন করে, এমনই মনে করা হয়। অনুসরণকারীর সংখ্যার উপর নির্ভর করছে অভিনেতাকে সেই ছবিতে নেওয়া হবে কি না। সেই সংখ্যার সঙ্গে ছবির প্রচার জড়িয়ে রয়েছে বলেই এই পন্থা। কিন্তু আদৌ কি এই ভাবনা সঠিক? বলি অভিনেতা জাভেদ জাফরি এমনটা মনে করেন না। সাফ জানালেন, ‘স্টারডম’ সমাজমাধ্যমে অনুসরণকারীদের সংখ্যার উপর নির্ভর করে না।

Advertisement

তাঁর মতে, ছবি সফল হবে কি না, তার সঙ্গে সমাজমাধ্যমে অনুসরণকারীর কোনও সম্পর্ক নেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “উর্বশী রৌতেলার অনুসরণকারীর সংখ্যা ৭২ মিলিয়ন, অর্থাৎ ৭.২ কোটি। কিন্তু এই বিরাট সংখ্যক অনুসরণকারী কি টিকিট কেটে অভিনেত্রীর ছবি দেখতে যান? তাঁদের মধ্যে যদি ১০ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি অনুরাগীও ছবি দেখতে গেলে এবং টিকিট প্রতি ২৫০ টাকা আয় হলে সেই ছবির ১০০ কোটি পার করে ফেলবে। এ ভাবে কি হয়!”

তিনি রজনীকান্তের উল্লেখ করলেন উদাহরণ হিসাবে। জাভেদের কথায়, “রজনীকান্তের মতো তারকা কখনও নিজের ছবির প্রচার করেন? ভাল ছবি হলে এমনিই সফল হবে। দর্শক তারকা দেখতে আসেন। তবে অনেক সময় সেই তারকাদের সে রকম ভাবে প্রচারে দেখা যায় না।” তিনি আরও বলেন, “এমনকি সলমনেরও কোনও ছবি প্রথম দিনে ৫-১০ কোটির ব্যবসা দিতে পারে, আবার কোনওটি ৫০ কোটির। ওঁর সব ছবিই প্রথম দিনে ৫০ কোটির ব্যবসা দেয় না।”

Advertisement

জাভেদ মনে করেন, ছবির প্রচার ঝলক দর্শক আকর্ষণ করার প্রধান অস্ত্র। তাই কলেজে বা অন্য অনুষ্ঠানে ছবি প্রচারে যতই জোর দেওয়া হোক, ঝলক ঠিকঠাক না হলে ছবি সফল হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement