Jacqueline Fernandez

Jacqueline Fernandez: জ্যাকলিন ফার্নান্ডেজকে বিদেশ সফরের অনুমতি দিল আদালত, তবে শর্ত বড়ই কঠিন

পুরস্কার অনুষ্ঠানে যাওয়ার জন্য বিদেশযাত্রার আবেদন করেছিলেন জ্যাকলিন। সেই আবেদন মঞ্জুর করল দিল্লি আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১৫:৫৮
Share:

সমাজসেবামূলক কাজ অব্যাহত থাকলেও এখন আর আগের মতো ঝাড়া হাত-পা নন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁর দেশের বাইরে পা রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি আদালত। তবে শনিবার আদালতের তরফেই তাঁকে বিশেষ ছাড়পত্র দেওয়া হল। এক পুরস্কার অনুষ্ঠান উপলক্ষে আবু ধাবি যাচ্ছেন 'বচ্চন পান্ডে'-র অভিনেত্রী। ২০০ কোটি টাকা প্রতারণার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত মাসেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে তলব করেছিল ইডি। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ হিসেবে জ্যাকলিনের নাম জড়িয়েছে। জানা গিয়েছে, সুকেশ জ্যাকলিনকে বিভিন্ন সময় সেই অবৈধ অর্থ ভাঙিয়ে উপহার দিয়েছেন। সেই ঘটনায় মামলা দায়ের হতে জ্যাকলিনের বিরুদ্ধেও বিশদে তদন্ত চলছে।

Advertisement

সেই পরিস্থিতিতে লুকআউট সার্কুলার (এলওসি) জারি করেছিল ইডি। তাতে বলা হয়েছে, তদন্ত চলাকালীন জ্যাকলিন বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

এ দিকে সংযুক্ত আরব আমিরশাহীর আইফা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যোগ দেওয়ার ডাক এসেছে জ্যাকলিনের। সেই কারণে বিদেশ ভ্রমণের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন অভিনেত্রী।

Advertisement

শনিবার, আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। শর্ত সাপেক্ষে আরব যাওয়ার অনুমতি পেয়েছেন অভিনেত্রী। কী সেই শর্ত?

আদালত জানিয়েছে, ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত আবু ধাবি, সংযুক্ত আরব আমিরশাহী ভ্রমণের অনুমতি পাবেন জ্যাকলিন। এই সময়সীমার মধ্যে তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার বা এলওসি স্থগিত থাকবে। তবে দেশে ফেরার নিশ্চয়তা বাবদ অভিনেত্রীকে ৫০ লক্ষ টাকা জমা রাখতে হবে। শুধু তাই নয়, তিনি আরবের কোথায় কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন, সেই সম্পর্কিত বিশদ তথ্যপ্রমাণ দিয়ে যেতে হবে তাঁকে। আর শর্ত ভঙ্গ করে না ফিরলে জ্যাকলিনের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন