Entertainment News

লিভ-ইন রিলেশনে কি জামাইষষ্ঠী হচ্ছে?

প্রশ্ন শুনেই হেসে ফেললেন অনিন্দিতা। তিনি বললেন, ‘‘সৌরভ এখনও তো জামাই হয়নি। হলে তার পর জামাই আদর হবে। আর মা তো এখানে নেই। বন্ধুদের সঙ্গে বাওয়ালি রাজবাড়ি বেড়াতে চলে গিয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ০০:৪২
Share:

একান্তে সৌরভ-অনিন্দিতা।

বেশ কয়েক মাস হল লিভ-ইন রিলেশনশিপে রয়েছেন অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী অনিন্দিতা বসু। তাঁদের সম্পর্ক যে অফিশিয়াল তা তাঁরা অস্বীকার করেন না। দুই পরিবারও প্যাম্পার করেন দু’জনকেই। কিন্তু আজ একটি বিশেষ দিন। জামাইষষ্ঠী। অনিন্দিতার বাড়িতে কি আজ সৌরভ জামাই-আদর পাবেন?

Advertisement

প্রশ্ন শুনেই হেসে ফেললেন অনিন্দিতা। তিনি বললেন, ‘‘সৌরভ এখনও তো জামাই হয়নি। হলে তার পর জামাই আদর হবে। আর মা তো এখানে নেই। বন্ধুদের সঙ্গে বাওয়ালি রাজবাড়ি বেড়াতে চলে গিয়েছে।’’

এমনিতে অনিন্দিতার পরিবার থাকেন মুম্বইতে। সৌরভের পরিবার কলকাতায়। তবে অনিন্দিতার মা কলকাতায় এলে দুই পরিবারের সকলে মিলে আনন্দ করেন। বাড়ির বাইরে খাওয়া-দাওয়া করেন বলেও জানালেন অনিন্দিতা। তবে জামাই-আদরের কোনও আয়োজন এই মুহূর্তে নেই বলেই জানালেন অভিনেত্রী।

Advertisement

আরও পড়ুন, জামাইষষ্ঠীতে রাজের জন্য কী মেনু হচ্ছে জানেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement