সাতাত্তরেও সক্রিয় জেন ফন্ডা

সকলে পারেন না, কেউ কেউ পারেন। বয়স আর বেঁচে থাকা— এই দুই বিষয়কে প্রহেলিকা হিসেবে না দেখে জীবনের প্রতি এক অম্লমধুর দৃষ্টিভঙ্গী বজায় রাখতে পেরেছেন এক কালের হলিউড-হার্টথ্রব জেন ফন্ডা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০০:০০
Share:

সকলে পারেন না, কেউ কেউ পারেন। বয়স আর বেঁচে থাকা— এই দুই বিষয়কে প্রহেলিকা হিসেবে না দেখে জীবনের প্রতি এক অম্লমধুর দৃষ্টিভঙ্গী বজায় রাখতে পেরেছেন এক কালের হলিউড-হার্টথ্রব জেন ফন্ডা। সম্প্রতি জেন জানিয়েছেন, ৭৭ বছর বয়সে তাঁর নিজের বেঁচে থাকা এবং সক্রিয় থাকার ব্যাপারটাকে অবিশ্বাস্য বলে মনে হয়। চলতি কমেডি সিরিজ ‘গ্রেস অ্যান্ড ফ্র্যাঙ্কি’-তে জেন পুরো মাত্রায় উপস্থিত। জেনের ভাবনা অনুযায়ী, তিনি আজও কী করে অভিনয়ের সুযোগ পাচ্ছেন, সেটাই তাঁর কাছে আশ্চর্যের বিষয়। চল্লিশ অথবা পঞ্চাশ পেরলেই মেয়েদের কাজ পাওয়ার ব্যাপারটা কমতে শুরু করে। সমাজে যৌবনেরই একমাত্র কদর। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো বটেই। নিজের কথা জানাতে গিয়ে জেন জানান, চিরকালই তিনি শারীরিক ভাবে সক্ষম থাকার চেষ্টা করেছেন। হাঁটু প্রতিস্থাপনের পরেও তিনি পুরোদমে শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন। জেনের বিশ্বাস, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের অনেক অসুবিধাকেই এড়িয়ে যাওয়া যায় কেবলমাত্র প্যাশন আর তাজা মন দিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন