Janhvi Kapoor

বাড়ি বসে ছবি আঁকলেন জাহ্নবী, পোস্ট করলেন ইনস্টাগ্রামে

সাদা পাতায় কল্পনাকে আকার দিয়েছেন অভিনেত্রী। ছবি এঁকেছেন। সেই ছবি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৯:৩৭
Share:

জাহ্নবী কপূর।

শ্যুটিংয়ে যাওয়ার ব্যস্ততা নেই। নেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংলাপ বলার অবকাশ। অতিমারিকালে কার্ফুর কারণে আপাতত গৃহবন্দি জাহ্নবী কপূর। হাতে সময় অফুরান। অবসর যাপনে তাই রং তুলিই ভরসা জাহ্নবীর।

সাদা পাতায় কল্পনাকে আকার দিয়েছেন অভিনেত্রী। ছবি এঁকেছেন। সেই ছবি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। জাহ্নবীর ভাবনায় মিলেমিশে গিয়েছে নীল সমুদ্র এবং আকাশ। সাদা মেঘের পাহাড় বসে রয়েছে সেই আকাশে। তার পাশেই রয়েছে আধখানা চাঁদ। রঙের কায়দায় সমুদ্রের ঢেউ এসে লেগেছে তীরের বালিতে। সম্প্রতি মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে এসেছেন জাহ্নবী। বদ্ধ ঘরে সেই স্মৃতিকেই মনে হয় নিজের মতো করে ফিরিয়ে আনলেন তিনি। ছবিটির সঙ্গে লিখলেন, ‘আঁকার দিন ফিরে এসেছে’।

Advertisement

গত মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জাহ্নবীর ছবি ‘রুহি’। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং বরুণ শর্মা। লকডাউনের পর ভাল ব্যবসাও করে ছবিটি। পরবর্তী সময় ‘দোস্তানা ২’ এবং ‘গুড লাক জেরি’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।

জাহ্নবীর ইনস্টাগ্রাম স্টোরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement