jhanvi kapoor

বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী, অনেক কিছু বললেন, কিন্তু...

মা শ্রীদেবী ছিলেন দক্ষিণ ভারতীয়। তাই বিয়ের মেনুতেও অবশ্যই চাই দক্ষিণ ভারতের ছোঁয়া। জাহ্নবীর বক্তব্য, মা বেঁচে থাকলে অবশ্য মেয়ের চয়েসের উপর এতটুকুও ভরসা করতেন না। শ্রীদেবী সবসময় বলতেন, নতুন প্রজন্ম নাকি সহজেই প্রেমে পড়ে যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৩
Share:

জাহ্নবী কপূর।

বিয়ে নিয়ে প্ল্যানিং তো সবারই থাকে। হোক না তিনি গ্ল্যামার গার্ল জাহ্নবী কপূর, বলিউডের অন্যতম ‘প্রমিসিং অ্যাক্টর’। জীবনের বিশেষ দিনে শ্রীদেবী কন্যারও রয়েছে হাজারও রকম প্ল্যান।

Advertisement

কী ভাবে বিয়ে করবেন, কোথায় হবে তাঁর বিয়ে, আর কেমনই বা হবে তাঁর মনের মানুষ-সে সব নিয়ে মুখ খুললেন ‘ধড়ক গার্ল’।

কেমন জীবনসঙ্গী পছন্দ তাঁর? সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী জানান, নিজের কাজের ব্যাপারে তাঁর মনের মানুষকে হতে হবে নিবেদিত। মুখ গোমড়া মানুষ একেবারেই না-পসন্দ তাঁর। হাসিখুশি, মিষ্টি স্বভাবের না হলে কিছুতেই সেই ব্যক্তি গলাতে পারবে না জাহ্নবীর মন। তাঁর জীবন জুড়ে যেন জাহ্নবীরই অস্তিত্ব থাকে শুধু। ভালবাসার মানুষকে নিয়ে আর পাঁচ জনের মতোই বেশ ‘পসেসিভ’ তিনি।

Advertisement

আরও পড়ুন-সাদা কুর্তা-সারারায় ডান্সফ্লোর মাতালেন সারা

আরও পড়ুন- ‘পাকিস্তানও রকেট ওড়াতে পারে’! আরশাদের টুইট ঘিরে বেজায় শোরগোল

বিয়ের জন্যও রয়েছে হাজারো পরিকল্পনা। তিরুপতির মন্দিরে গিয়েই বিয়ে করবেন বলে ঠিক করেছেন, জানালেন তাও। জাঁকজমকে ভরা বিয়ের দরকার নেই তাঁর। ছিমছাম হোক ক্ষতি নেই, তাতে যেন প্রাণ থাকে। বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠার ইচ্ছে তাঁর।

মা শ্রীদেবী ছিলেন দক্ষিণ ভারতীয়। তাই বিয়ের মেনুতেও অবশ্যই চাই দক্ষিণ ভারতের ছোঁয়া। জাহ্নবীর বক্তব্য, মা বেঁচে থাকলে অবশ্য মেয়ের চয়েসের উপর এতটুকুও ভরসা করতেন না। শ্রীদেবী সবসময় বলতেন, নতুন প্রজন্ম নাকি সহজেই প্রেমে পড়ে যায়।

তাহলে কি খুব শীঘ্রই বিয়ের সানাই বাজতে চলেছে বনি কপূরের বাড়ির অন্দরে? সে বিষয়ে অবশ্য এখনও কিছুই জানাননি জাহ্নবী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন