বুশরা আনসারিকে পাল্টা দিলেন জাভেদ। ছবি: সংগৃহীত।
পহেলগাঁও কাণ্ডের নিন্দায় সরব হয়েছিলেন জাভেদ আখতার। তার ঠিক ১৫ দিনের মাথায় ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পরেও মুখ খুলেছিলেন বর্ষীয়ান গীতিকার। নিন্দা করেছিলেন পাকিস্তানের। এমনকি, স্পষ্ট জানিয়েছিলেন, নরক ও পাকিস্তানের মধ্যে তাঁকে বেছে নিতে বলা হলে, নরককেই বেছে নেবেন তিনি। এ বার এই প্রসঙ্গে জাভেদকে কটাক্ষ করলেন পাকিস্তানি অভিনেত্রী বুশরা আনসারি।
২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পরে জাভেদ বলেছিলেন, “এই ঘটনা যেন আমরা সকলে মনে রাখি। এ কোনও ছোট ঘটনা নয়।” বুশরার দাবি, এ বার জাভেদ আখতারের চুপ করা উচিত। নাসিরউদ্দিন শাহের মতো তাঁরও মুখ বন্ধ রাখা উচিত। সমাজমাধ্যমে এক ভিডিয়োয় বুশরা বলেন, “আমাদের এই তথাকথিত লেখকের তো একটা ছুতো দরকার। আসলে মুম্বই শহরে তো একটা সময়ে একটা বাড়িও নিতে পারতেন না।”
বুশরার দাবি, ধর্মের জন্যই জাভেদ আখতার মুম্বই শহরে বাড়ি পেতেন না। পাক অভিনেত্রী আরও বলেন, “এ বার আপনি চুপ করুন। নাসিরউদ্দিন শাহও চুপচাপ বসে আছেন। আরও মানুষ তো নীরব রয়েছেন। মনে যা আছে, মনেই রাখুন।” এর পাল্টা জবাব দিয়েছেন জাভেদ। তিনি বলেছেন, “পাকিস্তানি অভিনেত্রী বুশরা আনসারি প্রায়ই আমাকে নিয়ে কথা বলেন। তিনি আমাকে চুপ থাকতে বলেছেন। আমাকে চুপ থাকতে বলার তিনি কে? কে আপনাকে এই অধিকার দিয়েছেন?”
মুম্বইয়ে বাড়ি পাওয়া প্রসঙ্গে গীতিকার বলেন, “আমাদের অভ্যন্তরীণ নানা বিষয় থাকতেই পারে। কিন্তু বহিরাগত কেউ কিছু বলতে এলে তাঁকে জানিয়ে দিই, আমি ভারতীয়। আমি চুপ থাকব না।”