Javed Akhtar on Border 2

‘বর্ডার ২’ ছবিতে কাজের বিশেষ প্রস্তাব পেয়েও কেন ফিরিয়ে দেন? নতুন বিতর্ক জাভেদের মন্তব্যে?

‘বর্ডার’ ছবিটি বক্সঅফিসে একসময়ে ঝ়ড় তুলেছিল। ছবির গানগুলি আজও আলোচিত। বিশেষত ‘ঘর কব আওগে’ গানটি খুবই জনপ্রিয় হয়েছিল। ১৯৯৯ সালের সেই ছবিতে গানটি লিখেছিলেন জাভেদ আখতার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৯:১৮
Share:

‘বর্ডার ২’-এর কোন বিষয় নিয়ে জাভেদের আপত্তি? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মুক্তির আগেই একাধিক বিতর্কে জড়াচ্ছে ‘বর্ডার ২’। কিছু দিন আগেই ছবিতে বরুণ ধবনের অভিনয় নিয়ে সমাজমাধ্যমে নানা তরজা হয়। আর এ বার জাভেদ আখতার একটি বিষয় নিয়ে আপত্তি জানালেন।

Advertisement

‘বর্ডার’ ছবিটি বক্সঅফিসে একসময়ে ঝ়ড় তুলেছিল। ছবির গানগুলি আজও আলোচিত। বিশেষত ‘ঘর কব আওগে’ গানটি খুবই জনপ্রিয় হয়েছিল। ১৯৯৯ সালের সেই ছবিতে গানটি লিখেছিলেন জাভেদ আখতার। ‘বর্ডার ২’ ছবিতেও এই গানটি ব্যবহার করা হয়েছে। তবে জুড়েছে বেশ কিছু নতুন কথা। প্রথমে ছবির নির্মাতারা এই গানটির জন্য নতুন কথা লেখার প্রস্তাব দিয়েছিলেন জাভেদকেই। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

যে গান একসময়ে জনপ্রিয় হয়েছিল, আবার সেই গান নিয়ে কাটাছেঁড়া করাকে সৃজনশীল ভাবে দেউলিয়া করার মতো বলে মনে করেন জাভেদ। তাঁর কথায়, “আমাকে লিখতে বলা হয়েছিল, কিন্তু আমি প্রস্তাব মেনে নিইনি। সৃজনশীল ভাবে এটা মোটেই ঠিক নয়। একটা গান ভাল চলল। তার পরে সেই গানেই আবার নতুন কথা জুড়তে হবে? তার চেয়ে নতুন গান বাঁধুন। অথবা মেনে নিন, আর অমন ভাল গান বাঁধতে পারবেন না। যা হয়ে গিয়েছে, তা তেমনই থাকুক। নতুন করে তৈরি করার কী দরকার?”

Advertisement

‘বর্ডার’ ছবির ‘যাতে হুয়ে লমহো’ গানটিও নতুন করে তৈরি করা হয়েছে ‘বর্ডার ২’ ছবির জন্য। নতুন ছবির গানগুলিও ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৩ জানুয়ারি। ছবিতে অভিনয় করেছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ, বরুণ ধবন, অহান শেট্টী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement