Shah Rukh Khan

শাহরুখকে কেন ‘কাকু’ বলে ডাকলেন তুরস্কের অভিনেত্রী! কেন প্রকাশ্যে তারকাকে ‘অপমান’? উঠছে প্রশ্ন

সম্প্রতি, রিয়াধে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। মঞ্চে মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলের সঙ্গে দেখা যায় শাহরুখকে। সেই সময়ে দর্শকাসনে বসে তুরস্কের অভিনেত্রী হান্ডে আজেল ভিডিয়ো রেকর্ড করছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৭:৫১
Share:

শাহরুখকে কেন ‘কাকু’ বলে ডাকলেন হান্ডে আজেল? ছবি: সংগৃহীত।

শাহরুখ খানকে ‘কাকু’ বলে সম্বোধন। বাস্তবেই কি এমন ঘটল? অনুরাগীদের কাছে শাহরুখ চিরকুমার। একসময়ে একটা প্রজন্মকে প্রেমের ভাষা শিখিয়েছিলেন তিনি। তাঁকে কেন এমন সম্বোধন করা হল? তুরস্কের এক অভিনেত্রী নাকি তাঁকে এমন সম্বোধনই করলেন।

Advertisement

সম্প্রতি, রিয়াধে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানের মঞ্চে মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলের সঙ্গে দেখা যায় শাহরুখকে। সেই সময়ে দর্শকাসনে বসে তুরস্কের অভিনেত্রী হান্ডে আজেল ভিডিয়ো রেকর্ড করছিলেন। সেই দৃশ্য আবার ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে। বিশেষ করে শাহরুখের অনুরাগীরা সেই ভিডিয়ো ভাগ করে নিতে থাকেন। অনেকেই আবার হান্ডেকে শাহরুখের অনুরাগিণী তকমাও দিয়ে দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই মোহভঙ্গ করেন হান্ডে।

হান্ডে তাঁর সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে নেন। ছবিতে দেখা যায়, মঞ্চে শাহরুখ ও আমিনা পোডিয়ামে দাঁড়িয়ে কথা বলছেন। হান্ডের বক্তব্য, তিনি শাহরুখকে চেনেনই না। তিনি তাঁর বন্ধু আমিনার ছবি তুলছিলেন মাত্র। তুরস্কের অভিনেত্রী লেখেন, “আমি শুধু আমার বন্ধু আমিনা খলিলের ছবি তুলছিলাম। আমি ওঁর (শাহরুখ) অনুরাগী নই। ভুল তথ্য ছড়ানো বন্ধ করুন।” আর শাহরুখের সম্পর্কে তিনি লেখেন, “এই কাকুটা কে?”

Advertisement

হান্ডের এই পোস্ট ছড়িয়ে পড়তেই শাহরুখের ভক্তেরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। তাঁদের দাবি, “না চিনে কাউকে ‘কাকু’ বলছেন কেন? ওঁর মতো জায়গায় পৌঁছোতে সাতটা জন্ম লেগে যাবে।” আর এক অনুরাগী লিখেছেন, “শাহরুখের মতো তারকাকে এই ভাবে অসম্মান করছেন কোন সাহসে!” তবে সেই সব মন্তব্যে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি হান্ডে। শাহরুখ নিজেও এই বিষয়ে এখনও নীরব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement