AR Rahman communalism controversy

রহমানের ‘ধর্মীয় বিভাজন’ মন্তব্য নিয়ে তরজা! কোন পক্ষে মুখ খুললেন ইমতিয়াজ় আলি ও শঙ্কর মহাদেবন

কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে সুরকার জানান, তিনি গত আট বছরে বহু কাজ হারিয়েছেন। তাঁর অনুমান, ধর্মীয় বিভাজনের জন্যও এমনটা হয়ে থাকতে পারে। এর পর থেকেই একের পর এক কটাক্ষের শিকার হতে থাকেন এআর রহমান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৪:০৫
Share:

রহমান বিতর্কে প্রতিক্রিয়া ইমতিয়াজ় ও শঙ্করের। ছবি: সংগৃহীত।

এআর রহমানকে ভুল বুঝছে মানুষ, দাবি করলেন পরিচালক ইমতিয়াজ় আলি। কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে সুরকার জানান, তিনি গত আট বছরে বহু কাজ হারিয়েছেন। তাঁর অনুমান, ধর্মীয় বিভাজনের জন্যও এমনটা হয়ে থাকতে পারে। এর পর থেকেই একের পর এক কটাক্ষের শিকার হতে থাকেন এআর রহমান।

Advertisement

ইমতিয়াজ় ও রহমান একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন। তাঁদের শেষ কাজ ‘অমর সিংহ চমকিলা’। ইমতিয়াজ় মানেন না, হিন্দি ছবির জগতে ধর্মীয় বিভাজন রয়েছে। এই প্রসঙ্গে ইমতিয়াজ় বলেন, “আমার মনে হয় না, চলচ্চিত্র জগতে ধর্মীয় বিভাজন রয়েছে। আমি এই ইন্ডাস্ট্রিতে বহু দিন ধরে রয়েছি। আমার অন্তত এমন অভিজ্ঞতা নেই। আর এআর রহমান তো এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র।”

একই সঙ্গে ইমতিয়াজ়ের বক্তব্য, এআর রহমানের মন্তব্যকে হয়তো ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁর কথায়, “আমি জানি, যেটা ছড়াচ্ছে, রহমান কিন্তু ঠিক সেটা বলেননি। আমার তো এমন কোনও ঘটনাই মনে পড়ছে না এই ইন্ডাস্ট্রির, যেটা ধর্মীয় পক্ষপাতদুষ্ট।”

Advertisement

এই প্রসঙ্গে মুখ খুলেছেন শঙ্কর মহাদেবনও। রহমানের কাজ হারানো প্রসঙ্গে তিনি বলেন, “সঙ্গীত সৃষ্টি করেন এক জন শিল্পী। কিন্তু সেই সঙ্গীত ব্যবহার করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেন অন্য এক জন। দুটো সম্পূর্ণ ভিন্ন টিম। তাই স্রষ্টার তৈরি করা সঙ্গীতের কী হবে, সেই সিদ্ধান্ত নেন তাঁরা, যাঁরা সঙ্গীতের সঙ্গে সরাসরি যুক্তই নয়।”

উল্লেখ্য, রহমান একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মুখের উপর তাঁকে কিছু বলা না হলেও, ধর্মীয় বিভাজনের জন্যই হয়তো কাজ হারিয়েছেন। এর পরে কটাক্ষে জেরবার হলে তিনি বলেন, “আমি ভারতীয় হয়ে নিজেকে ধন্য মনে করি। ভারতীয় বলেই আজ আমি সৃষ্টি করতে এবং ভিন্ন সংস্কৃতিকে স্বাধীন ভাবে উদ্‌যাপন করতে পারি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement