‘ইস্! কলকাতায় থেকেও ইডেনে যেতে পারছি না’

আর কিছু ক্ষণ পরই ইডেনের মাঠে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ-পাকিস্তান। দেশ যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছে মাঠে, তখন এই শহরেই রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া এহসান। তবে, মন চাইলেও মাঠে যেতে পারছেন না তিনি। খেলা দেখবেন না?

Advertisement

প্রমা মিত্র

কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ১২:৫৪
Share:

আর কিছু ক্ষণ পরই ইডেনের মাঠে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ-পাকিস্তান। দেশ যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছে মাঠে, তখন এই শহরেই রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া এহসান। তবে, মন চাইলেও মাঠে যেতে পারছেন না তিনি। খেলা দেখবেন না? তা কি হয়! জানালেন, তিনটে থেকেই কাজকর্ম ফেলে টিভির সামনে বসে পড়বেন তিনি।

Advertisement

ঠিক কেমন লাগছে? জয়ার কথায়, ‘‘১৬ কোটি বাঙালির মতো আমিও দারুণ উত্তেজিত। ভাবতে ভাল লাগছে যে, আমি আজ কলকাতায়। তবে আগে থেকে কাজের প্ল্যান করা আছে। তাই কলকাতায় থেকেও মাঠে যেতে পারছি না। ভীষণ বড় মিস এটা! তবে, খেলা দেখতে কিন্তু ছাড়ছি না। তিনটে থেকে সাতটা— কোনও কাজ রাখিনি হাতে। খেলা শুরু হতেই টিভির সামনে বসে যাব। আর সবচেয়ে ভাল লাগছে কী জানেন? কলকাতায় সব্বাই আজ বাংলাদেশকে সাপোর্ট করছে। এটা দারুণ ব্যাপার।’’

আজ জিতবে বাংলাদেশ? কী মনে হচ্ছে? জয়ার মতে, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করাটাই একটা বিশাল ব্যাপার। মাশরফির নায়কোচিত অ্যাটিটিউড, তামিমের মারকুটে ফর্ম, আর বহু দিন পর সাকিবের এ ভাবে ফিরে আসাটা টিমের মনোবল সত্যিই বাড়িয়ে দিয়েছে। ঢাকা থেকে আজ অনেক মানুষ এসেছেন কলকাতায়। সব মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশের জেতার আজ উজ্জ্বল সম্ভাবনা।

Advertisement

এশিয়া কাপের ফাইনাল দেখেছিলেন? ‘‘হ্যাঁ, দেখেছিলাম তো। খেলা আমি সব সময় দেখি। আসলে খেলা থেকে যে নির্মল আনন্দ পাই তা আর কোনও কিছু থেকে পাই না।’’

আর যদি এই ইডেনেই মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ? ‘‘সর্বনাশ! (হাসি) খেলায় তো হারজিত্ আছেই। আমার খেলা নিয়ে সব সময়ই খুব স্পোর্টিং অ্যাটিটিউড। তবে আমি অবশ্যই আমার দেশকেই সাপোর্ট করব!’’

আরও পড়ুন: কর্ণ ডিভোর্সি বলেই কি তাঁদের সম্পর্ক মেনে নিচ্ছেন না বিপাশার মা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন