Major Dhyan Chand Khel Ratna Award

অর্জুনের জন‍্য মনোনীত তিন বাঙালি কন‍্যা, এ বারের জাতীয় পুরস্কারের মনোনয়নের তালিকায় নেই কোনও ক্রিকেটার

এ বছর জাতীয় পুরস্কার উঠবে না কোনও ক্রিকেটারের হাতে। তিনটি খেলা থেকে তিন বাঙালি মনোনীত হয়েছেন। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত শুধু হকির হার্দিক সিংহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ২২:৫২
Share:

বাঙালি শুটার মেহুলি ঘোষ। ছবি: সমাজমাধ্যম।

এ বছর জাতীয় পুরস্কার উঠবে না কোনও ক্রিকেটারের হাতে। বুধবার মনোনয়নের যে তালিকা প্রকাশ্যে এসেছে, সেখানে কোনও ক্রিকেটারের নাম নেই। তবে তিনটি খেলা থেকে তিন বাঙালি কন্যা মনোনীত হয়েছেন। দেশের খেলাধুলার সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত শুধু হকির হার্দিক সিংহ।

Advertisement

২৭ বছরের হকি খেলোয়াড় হার্দিক ভারতীয় দলে মিডফিল্ডে স্তম্ভ। ২০২১ এবং ২০২৪, অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী দু’টি দলেরই অংশ ছিলেন তিনি। এশিয়া কাপের সোনাজয়ী দলেও তিনি ছিলেন।

বাংলার শুটার মেহুলি ঘোষ অর্জুনের জন্য মনোনীত হয়েছেন। তিনি দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন। এ ছাড়া জিমন্যাস্টিক্স থেকে রয়েছেন অলিম্পিয়ান প্রণতি নায়েক। টেবিল টেনিস থেকে আর এক অলিম্পিয়ান সুতীর্থা মুখোপাধ্যায়ও রয়েছেন। পুল্লেলা গোপীচন্দের মেয়ে গায়ত্রীও স্থান পেয়েছেন। ভারতের প্রথম মহিলা হিসাবে দাবা বিশ্বকাপ জয়ী দিব্যা দেশমুখও রয়েছেন।

Advertisement

এই প্রথম বার যোগাসনের কোনও ক্রীড়াবিদ অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হলেন। তিনি আরতি পাল। ক্রীড়ামন্ত্রক পাঁচ বছর আগে যোগাসনকে খেলাধুলো হিসাবে স্বীকৃতি দিয়েছে। আরতি জাতীয় এবং এশীয় চ্যাম্পিয়ন।

বুধবার দিল্লিতে একটি বৈঠকের পর অর্জুন পুরস্কারের জন্য ২৪ জনের মনোনয়নের নাম ঘোষণা করা হয়। নির্বাচক কমিটিতে ছিলেন গগন নারাং, অপর্ণা পোপট এবং এমএম সোময়া।

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার

হার্দিক সিংহ (হকি)।

অর্জুন পুরস্কার

তেজস্বীন শঙ্কর, মহম্মদ আফসল, প্রিয়াঙ্কা (অ্যাথলেটিক্স), নরেন্দ্র (বক্সিং), বিদিত গুজরাতি, দিব্যা দেশমুখ (দাবা), ধনুশ শ্রীকান্ত (বধিরদের শুটিং), প্রণতি নায়ক (জিমন্যাস্টিক্স), রাজকুমার পাল, লালরেমসিয়ামি (হকি), সুরজিৎ, পূজা (কবাডি), নির্মলা ভাটি (খো খো), রুদ্রাংশ খান্ডেলওয়াল (প্যারা-শুটিং), একতা ভায়ান (প্যারা-অ্যাথলেটিক্স), পদ্মনাভ সিংহ (পোলো), অরবিন্দ সিংহ (রোয়িং), সুতীর্থা মুখোপাধ্যায় (টেবিল টেনিস), সোনম মালিক (কুস্তি), আরতি পাল (যোগাসন), ত্রিসা জলি, গায়ত্রী গোপীচন্দ (ব্যাডমিন্টন)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement