Jaya Ahsan

সলমনের বাড়িতে যাতায়াত রয়েছে, কর্ণ জোহরের কাছ থেকে পেয়েছিলেন ছবির প্রস্তাব! তবু কেন ফিরিয়ে দেন জয়া?

কর্ণ জোহর তাঁকে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। যদিও তা ফিরিয়ে দিতে হয় জয়াকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৭:৫৮
Share:

(বাঁ দিক থেকে) সলমন খান, জয়া আহসান, কর্ণ জোহর। ছবি: সংগৃহীত।

বাংলাদেশে শুরু। তবে অভিনেত্রী জয়া আহসানের জনপ্রিয়তা বাংলাদেশে সীমাবদ্ধ নেই। তিনি কলকাতায় একের পর এক কাজ করেছেন। সাফল্য পেয়েছেন, খ্যাতি পেয়েছেন। টলিউডে জয়ার যাতায়াত যতটা সহজ, ততটাই পরিচিতি রয়েছে তাঁর বলিউডেও। কর্ণ জোহর তাঁকে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। যদিও তা ফিরিয়ে দিতে হয় অভিনেত্রীকে। কেন?

Advertisement

জয়া আহসানের সঙ্গে বলিউডের যোগাযোগ থাকলেও তার কোনও ছাপ নেই অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতায়। কারণ অভিনেত্রী মনে করেন, তারকাদের সঙ্গে ছবি দিলে সেটা ‘দেখনদারি’ মনে হতে পারে। তবে এক বার বিশ্বকাপের ম্যাচ দেখেছিলেন অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চনের পাশে বসে। এ ছাড়াও আইসিসি বিশ্বকাপের সময় ফারহান আখতারের সঙ্গে দেখা হয় তাঁর।

এখানেই শেষ নয়। সলমন খানের বাড়িতেও ডাক পেয়েছিলেন তিনি। জয়া জানান, সলমনের বাবা সেলিম খান খুব স্নেহ করেন তাঁকে। বিদ্যা বালন তাঁর ছবি দেখে ফোন করেছিলেন। মায়ানগরীতে এতটাই সহজ তাঁর চলাচল, যে কর্ণ জোহর ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে অভিনয়ের জন্য জয়াকে প্রস্তাব দিয়েছিলেন। যদিও অভিনেত্রী সেই প্রস্তাব গ্রহণ করতে পারেননি। জয়া বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ হ্যাঁ প্রস্তাবটি পেয়েছিলাম। কিন্তু সেই চরিত্রটা আর করা হয়নি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement