সাইকোলজিক্যাল থ্রিলারে জয়া-চিরঞ্জিত

কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়ের মতো প্রতিষ্ঠিত পরিচালকের সঙ্গে কাজ করার পর অর্ণবের মতো নতুন পরিচালকের সঙ্গে কাজ করতে রাজি হলেন কেন জয়া? ‘‘গল্পটা বেশ ভাল লেগেছিল। আর আমার চরিত্রে ডার্ক শেডও আছে,’’ উত্তর জয়ার।

Advertisement
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭ ০৯:১০
Share:

জয়া, চিরঞ্জিত এবং রাজেশ শর্মা।

মানসিক সমস্যাকে কেন্দ্র করে থ্রিলার তৈরি করছেন পরিচালক অর্ণব পাল। ছবির নাম ‘বৃষ্টি তোমাকে দিলাম’। এর আগে অর্ণব মেগা সিরিয়াল, টেলিছবি এবং পূর্ণ দৈর্ঘ্যের ছবিও করেছেন। তবে সাফল্য পাননি। এই সাইকোলজিক্যাল থ্রিলারের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অংশুমান-প্রত্যূষ। ছবিতে রয়েছেন জয়া এহসান, চিরঞ্জিত, রাজেশ শর্মা প্রমুখ।

Advertisement

ছবির নায়িকা বৃষ্টি ‘স্‌প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার’-এর রোগী। ডাক্তারের পরামর্শে বাইরে ঘুরতে গিয়ে সে এক দুর্ঘটনায় জড়িয়ে যায়। যা নিয়ে পুলিশ-আদালত পর্যন্ত জল গড়ায়। ছবিতে মনোচিকিৎসকের ভূমিকায় চিরঞ্জিত। আর বিহারি পুলিশের চরিত্রে রাজেশ শর্মা। রাজেশ ছবিতে হিন্দিতে কথা বলবেন। আর ভোজপুরী ভাষায় একটি আইটেম নাম্বারও আছে।

কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়ের মতো প্রতিষ্ঠিত পরিচালকের সঙ্গে কাজ করার পর অর্ণবের মতো নতুন পরিচালকের সঙ্গে কাজ করতে রাজি হলেন কেন জয়া? ‘‘গল্পটা বেশ ভাল লেগেছিল। আর আমার চরিত্রে ডার্ক শেডও আছে,’’
উত্তর জয়ার।

Advertisement

অর্ণবের কথায়, ‘‘গল্পটা যখন প্রথম বার শুনলাম, আমার ঠাকুমার কথা মনে হয়েছিল। ঠাকুমারও এই রোগ ছিল। তাঁকে নিয়ে কয়েক বার চিকিৎসকের কাছেও গিয়েছিলাম। এই ধরনের রোগীদের সেবা আর ভালবাসার খুব প্রয়োজন।’’

চিরঞ্জিতের মতো সিনিয়র অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? ‘‘খুব ভাল। উনি খুব সাহায্য করেছেন। এমনকী রাত সাড়ে এগারোটা পর্যন্ত শ্যুটও করেছেন। যা সাধারণত উনি
করেন না।’’

আর জয়ার প্রশংসায়ও উচ্ছ্বসিত পরিচালক। বললেন, ‘‘গল্প-চিত্রনাট্য যদি হয় শতকরা সত্তর ভাগ, জয়া তাঁর অতুলনীয় অভিব্যক্তি দিয়ে সেটা পুরো একশো ভাগ করে দিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন