Entertainment News

পরিচালনায় জয়জিত্, অভিনেতা হিসেবে অফার কি কম পাচ্ছেন?

চার বন্ধু, অর্থাত্ জয়জিত্, মানস বসু,উত্তরকুমার দাশ এবংদেবব্রত সামন্ত তৈরি করেছেন নিজেদের সংস্থা ‘ফ্যান্টাসম্যাগোরিয়া ফিল্মস’। আপাতত শর্ট ফিল্ম দিয়ে কাজ শুরু করেছে সংস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ১৫:৩১
Share:

জয়জিত্ বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুকের সৌজন্যে।

তাঁর প্রথম পরিচয় অভিনেতা। কিন্তু এ বার একটু স্বাদ বদল করতে চাইছেন তিনি। অভিনেতা থেকে পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে তাঁর। তিনি জয়জিত্ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

চার বন্ধু, অর্থাত্ জয়জিত্, মানস বসু,উত্তরকুমার দাশ এবংদেবব্রত সামন্ত তৈরি করেছেন নিজেদের সংস্থা ‘ফ্যান্টাসম্যাগোরিয়া ফিল্মস’। আপাতত শর্ট ফিল্ম দিয়ে কাজ শুরু করেছে সংস্থা।

প্রথম ছবিটির নাম ‘অরোরা বরিয়ালিস’। মানস বসুর পরিচালনায় এই ছবিতে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সদ্য শেষ হল এর শুটিং। পরের ছবিটি জয়জিতের। যার শুটিং হবে আগামী ১১ অগস্ট। গল্প এবং চিত্রনাট্য দু’টোই লিখেছেন জয়জিত্। অভিনয় করছেন সাহেব এবং ঋদ্ধিমা।

Advertisement

আরও পড়ুন, বুম্বা মামার মেকআপ ভ্যান চালাতাম, বলছেন অমর্ত্য

১০-১২ মিনিটের শর্ট ফিল্মের গল্প নিয়ে এখনই খুব একটা মুখ খুলতে চাইছেন না নতুন পরিচালক। ‘‘আসলে গল্পটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের। ওরা গাড়ি নিয়ে বেরনোর পর কিছু ঘটনা ঘটবে। শেষে একটা টুইস্ট আছে। সে সব বলে দিলে তো গল্পটা বলা হয়ে যাবে,’’ হাসতে হাসতে শেয়ার করলেন জয়জিত্। আপাতত আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের কথা মাথায় রেখে ছবিটি তৈরি করছেন তাঁরা। পরে ডিজিটাল প্ল্যাটফর্মে দেখানো হতে পারে ছবিগুলি।


‘অরোরা বরিয়ালিস’-এর শুটিংয়ে সৌমিত্র।

কিন্তু অভিনয় ছেড়ে হঠাত্ পরিচালনায় কেন? কাজের অফার কি কম পাচ্ছেন জয়জিত্? রাখঢাক না করে স্পষ্টই বললেন তিনি, ‘‘পরিচালনার ইচ্ছে অনেকদিন ধরেই ছিল। সবেমাত্র চারটে সিরিয়ালের ট্র্যাক শেষ হয়েছে। আপাতত পরিচালনা। এই মাসের শেষে আবার নতুন কাজ শুরু করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement