Jeet

Jeet: ফিরে আসতেই হবে! নিউজিল্যান্ড ম্যাচের দিন ভারতের হয়ে গলা ফাটালেন ‘চ্যাম্পিয়ন’

টি ২০ বিশ্বকাপে লড়াইয়ে এগিয়ে থাকতে রবিবার নিউজিল্যান্ডের ম্যাচে জিততে হবে ভারতকে। সেই কামনাই করলেন জিৎ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৯:১১
Share:

ভারতের জন্য প্রার্থনা করছেন জিৎ।

ভারতের জয় চাই। গলা ফাটালেন ‘চ্যাম্পিয়ন’!

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হার। হতাশায় ভেঙে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। টি ২০ বিশ্বকাপে লড়াইয়ে এগিয়ে থাকতে রবিবার নিউজিল্যান্ডের ম্যাচে জিততে হবে ভারতকে। সেই কামনাই করলেন জিৎ।

নতুন ছবি ‘রাবণ’-এর সাজে দ্বিতীয় হুগলি সেতুতে ক্যামেরাবন্দি তারকা। ভিডিয়োয় জিৎ বলেছেন, “নিউজিল্যান্ডের সঙ্গে আজ ভারতের ম্যাচ। এই ম্যাচে ভারতকে নিজের জায়গায় ফিরতেই হবে।” তার পরেই মিশে গিয়েছেন সাধারণ মানুষ ও পুলিশকর্মীদের ভিড়ে। গলা ফাটিয়েছেন ‘চ্যাম্পিয়ন’।

ইনস্টাগ্রামে জিৎ সেই ভিডিও পোস্ট করতেই খানিক আবেগপ্রবণ তাঁর অনুরাগীরাও। জিতের ইচ্ছেপূরণ করে জিতুক ভারত। প্রার্থনা তাঁদেরও।

ভিডিয়োয় আধখোলা কালো শার্ট এবং লম্বা ঝুলের কোটে ঝকঝকে জিৎ। কানে দুল, চুল প্রায় কাঁধ ছোঁয়া। চোখ ঢেকেছে কালো চশমায়। ‘রাবণ’-এর চরিত্রে যেন মিশে গিয়েছেন অভিনেতা। আপাতত নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত। তবে রবিবার সন্ধে থেকেই জিতের চোখ থাকবে টেলিভিশনের পর্দায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement