Jhulan Goswami Biopic

ঝুলনের জীবনীচিত্রের নির্মাণ মনে ধরেনি, দেশের মেয়েরা বিশ্বকাপ জয়ের পরেও অন্ধকারে অনুষ্কার ছবি!

তিন বছর হল ঝুলন গোস্বামীর জীবনীচিত্র ঠান্ডা ঘরে। গত সাত বছর ধরে বড়পর্দা থেকে মুখ ফিরিয়েছেন অনুষ্কাও। আদৌ কি দিনের আলো দেখবে এই ছবি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১১:৪৯
Share:

ঝুলনের জীবনীচিত্র কি রয়ে যাবে ঠান্ডা ঘরেই? ছবি: সংগৃহীত।

প্রথমবার বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কথা ছিল, চাকদহের মেয়ে তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনীচিত্র হবে। ছবির শুটিং শেষ। ঝুলনের ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। যদিও গত তিন বছর ধরে ছবিটি ঠান্ডা ঘরে। দীর্ঘ দিন বড়পর্দায় নেই অনুষ্কাও। অনেকেই আশা করেছিলেন, এই ছবির মাধ্যমেই ফের পর্দায় ফিরবেন অভিনেত্রী। নিজের জীবনীচিত্র নিয়ে কতটা আশাবাদী খোদ ঝুলন?

Advertisement

তিন বছর আগেই ভারতীয় ক্রিকেটদল থেকে অবসর নিয়েছেন ঝুলন। ২০২২ সাল থেকে এই ছবির শুটিং শুরু হয়। সেই সময় কলকাতায় এসে শুটিং করেন অনুষ্কা। কিন্তু শোনা যায়, যে ভাবে ছবিটি নির্মাণ করা হয়েছে, সেটা নাকি পছন্দ হয়নি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের। কারণ তাঁদের হাতেই ছিল এই ছবির স্বত্ব। ভারতীয় মহিলা ক্রিকেটদল বিশ্বকাপ জিততেই এই ছবি নিয়ে ফের কোমর বাঁধেন নির্মাতারা।

সম্প্রতি এক অনুষ্ঠানে ঝুলনকে তাঁর জীবনীচিত্র প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তাতেই ক্রিকেট তারকা বলেন, ‘‘এ সব বিষয়ে একেবারেই কিছু জানি না আমি। তাই কিছু বলতে পারব না।’’ যদিও তাঁর জীবনীচিত্রের প্রস্তুতির শুরুতে অনুষ্কার সঙ্গে একাধিক বার দেখা করেছেন তিনি। শুধু তাই নয়, অভিনেত্রীকে বেশ কিছু টিপ্‌সও দেন সেই সময়। কিন্তু তাঁর জীবনীচিত্র নিয়ে এমন টালবাহানা দেখে, নিজেকে সেখান থেকে গুটিয়ে নেন ঝুলন। যদিও বর্তমান সময়ে মহিলা ক্রিকেট নিয়ে দর্শকের মধ্যে যে আবেগ রয়েছে, তার উপর আস্থা রেখেই হয়তো নিজেদের সিদ্ধান্তের বদল ঘটাতে পারে প্রযোজনা সংস্থা, আশাবাদী নির্মাতারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement