Kangana Ranaut

ধর্ষণ মন্তব্যে বিদ্ধ জিম-কঙ্গনা

কান চলচ্চিত্র উৎসবের একটি পার্টির এই ভিডিয়ো ক্লিপিং ভাইরাল হওয়ার পরে ট্রোল হয়েছেন কঙ্গনা ও জিম।

Advertisement
শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ০০:০০
Share:

কঙ্গনা, জিম

একটি ভিডিয়ো। যেখানে অভিনেতা জিম সর্ভ বলছেন, ‘‘মদ ছোঁয়ার চেয়ে বারো জন যৌনকর্মীর ধর্ষণই মেনে নেব। এবং তা শুনে পঞ্জাবি ভদ্রলোক বললেন, ‘আমিও তা-ই করব। এই বিকল্পের কথা যদিও আমি জানতাম না’।’’ জিমের কথা শেষ হতে না হতেই পাশে দাঁড়ানো কঙ্গনা রানাবত ও বাকিরা হেসে গড়িয়ে পড়ছেন। কান চলচ্চিত্র উৎসবের একটি পার্টির এই ভিডিয়ো ক্লিপিং ভাইরাল হওয়ার পরে ট্রোল হয়েছেন কঙ্গনা ও জিম।

Advertisement

অন্য দিকে জিম বলেছেন, ‘‘এই ভিডিয়োর একটা প্রেক্ষাপট আছে। যেটা না জেনেই আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। আমি একটি ডার্ক স্যাটায়ার নাটকের এক পুরোহিতের সংলাপের কিছুটা অংশ অভিনয় করে দেখাচ্ছিলাম বাকিদের। ধর্ষণ বা কোনও রকম যৌন হিংসাকে প্রশয় দেওয়ার জন্য কিছু বলিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement