যিশু-সোহম যুগলবন্দি

কমেডি ছবিতে অঁসম্বল কাস্ট না হলে মজাটা ঠিক জমে না! রবি কিনাগির আগামী ছবিতে দুই বাংলার একাধিক তারকাকে দেখা যাবে। ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বয়ং।

Advertisement
শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ০০:০০
Share:

কমেডি ছবিতে অঁসম্বল কাস্ট না হলে মজাটা ঠিক জমে না! রবি কিনাগির আগামী ছবিতে দুই বাংলার একাধিক তারকাকে দেখা যাবে। ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বয়ং।

Advertisement

টলিউ়ড থেকে ছবিতে সোহম, যিশু, তনুশ্রী থাকছেন। শুভশ্রীরও কাজ করার কথা ছিল। কিন্তু অন্য একটি ছবির জন্য তিনি ডেট দিতে পারেননি। তাঁর বদলি আপাতত স্থির হয়নি। মিম বাংলাদেশের পরিচিত মুখ। তিনি ছাড়াও থাকবেন পিয়া বিপাশা, আফরিন শুভো, রোশন। জুন মাস থেকেই শ্যুটিং শুরু হওয়ার কথা।

‘‘কমেডি ছবি করা যখন ঠিক করলাম, প্রথমেই আমার সোহম আর যিশুর নাম মাথায় এসেছিল। ওদের কমিক টাইমিং দুর্দান্ত,’’ বলছেন প্রসেনজিৎ। ভারত-বাংলাদেশ প্রজেক্টকে তিনি সব সময় সমর্থন করেন। তাঁর কথায়, ‘‘বাংলা ছবির একটা বিরাট সংখ্যক দর্শক ও পার বাংলাতে আছেন। আমরা ক্রমাগত মার্কেটটা বাড়ানোর চেষ্টা করছি। সেই উদ্দেশ্যেই এটা একটা পদক্ষেপ।’’

Advertisement

গ্রিনটাচ এনটারটেনমেন্টের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রসেনজিৎ। যেখানে তিনি ক্রিয়েটিভ পরিচালক হিসেবে থাকবেন। ছবির গল্প থেকে অভিনেতা বাছাই সবেতেই তিনি পরামর্শ দেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement